Indian Railways: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে কৃষ্ণনগর–আমঘাটা রুটে চালু হল ৩ জোড়া লোকাল ট্রেন! সময়সূচি জানিয়ে দিল রেল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
কৃষ্ণনগর–আমঘাটা রুটে অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা। শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হল দীর্ঘদিনের জল্পনা।
আমঘাটা, নদিয়া, মৈনাক দেবনাথ: কৃষ্ণনগর–আমঘাটা রুটে অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত ট্রেন পরিষেবা। শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে শেষ হল দীর্ঘদিনের জল্পনা। রেল সূত্রে খবর, আগামী ১৭ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিষেবা চালু হবে। এই নতুন লোকাল পরিষেবা চালুর ফলে কৃষ্ণনগর শহর ও আমঘাটা অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতে বড়সড় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষত ছাত্র-ছাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দের স্রোত বইছে। তবে এই আনন্দের মাঝেও কিঞ্চিত দুঃখ রয়ে গেল নবদ্বীপ এবং স্বরূপগঞ্জবাসীদের মনে, তাদের দাবি ট্রেনটি নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হয়ে গেলে উপকৃত হবেন বহু মানুষেরা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা (হল্ট) পর্যন্ত তিন জোড়া নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা হচ্ছে। সকাল, দুপুর এবং রাতে—দিনের তিন বেলায় ট্রেন চলাচল করবে। সকালে প্রথম লোকাল ছাড়বে সকাল ৬:৪৫-এ কৃষ্ণনগর সিটি জংশন থেকে এবং ৭:০০-এ পৌঁছবে আমঘাটায়। সেখানে অল্প বিরতি নিয়ে ৭:০৮-এ ফের রওনা দিয়ে ৭:২৩-এ ফিরে আসবে কৃষ্ণনগরে।
advertisement
advertisement
দুপুরের পরিষেবায় দুপুর ১:৩০-এ কৃষ্ণনগর থেকে ছাড়বে দ্বিতীয় ট্রেন, যা ১:৪৫-এ আমঘাটায় পৌঁছবে। ১:৫৩-এ আমঘাটা থেকে ছেড়ে ২:০৮-এ আবার কৃষ্ণনগরে ফিরবে লোকালটি। রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩০-এ কৃষ্ণনগর সিটি জংশন থেকে। নির্ধারিত সময় অনুযায়ী আমঘাটা থেকে ফিরে এটি ৯:৫৫-এর মধ্যে কৃষ্ণনগরে পৌঁছবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন রেল পরিষেবা চালু হলে দুই এলাকার মধ্যে যোগাযোগ আরও সুগম হবে। বহুদিনের দাবি পূরণ হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তির হাওয়া। রেল বিভাগও আশাবাদী—এই নতুন রুট চালুর ফলে স্থানীয় যাত্রীদের সার্বিক পরিবহণব্যবস্থা আরও উন্নত হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, দফতরের শিয়ালদহ ডিভিশনের এডিআরএম-সহ রেলের আধিকারিকরা। বর্তমানে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চালু হলেও আগামীতে এই ট্রেন নবদ্বীপ ঘাট পর্যন্তই চলতে পারে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন এদিনের প্রধান অতিথি তথা সাংসদ জগন্নাথ সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
November 15, 2025 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে কৃষ্ণনগর–আমঘাটা রুটে চালু হল ৩ জোড়া লোকাল ট্রেন! সময়সূচি জানিয়ে দিল রেল
