Indian Railways: বক্সার সমস‍্যা ঝাড়গ্রাম-বাঁকুড়া-পুরুলিয়ায়, ট্রেনের সামনে বারবার চলে আসছে হাতি!

Last Updated:

Indian Railways: হাতির হানায় ট্রেন চলাচল নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ পূর্ব রেল। দিনের অধিকাংশ সময় বিশেষ করে বিকেল থেকে পরেরদিন সকাল আটটা অবধি কমছে ট্রেনের গতি।

বক্সার সমস‍্যা ঝাড়গ্রাম-বাঁকুড়া-পুরুলিয়ায়, ট্রেনের সামনে বারবার চলে আসছে হাতি!
বক্সার সমস‍্যা ঝাড়গ্রাম-বাঁকুড়া-পুরুলিয়ায়, ট্রেনের সামনে বারবার চলে আসছে হাতি!
দক্ষিণবঙ্গঃ উত্তরবঙ্গের পরে এবার দক্ষিণবঙ্গ। হাতির হানায় ট্রেন চলাচল নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ পূর্ব রেল। দিনের অধিকাংশ সময় বিশেষ করে বিকেল থেকে পরেরদিন সকাল আটটা অবধি কমছে ট্রেনের গতি।অধিকাংশ সময় ৩০ কিমি গতিতে চলছে ট্রেন।নতুন নতুন জায়গায় প্রতিদিন কশান দিতে/নিতে হচ্ছে।উত্তরবঙ্গের মতো এখানেও এআই বেসড আনার কথা ভাবছে রেল।একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন গতি কমায় চলাচলে বাড়ছে সমস্যা। সাম্প্রতিক কালে ট্রেন চলাচলের সময় ১৭ বার হাতি চলে আসে।
আরও পড়ুনঃ স্কুলশিক্ষকদেরও এবার ‘বায়োমেট্রিকে’ হাজিরা, কর্মসংস্কৃতি রক্ষায় বড় পদক্ষেপ স্কুলের
রাজ্যের মুখ্য বন দফতরের আধিকারিকরা এ প্রসঙ্গে বলেন, ‘দক্ষিণবঙ্গে দলমা থেকে নেমে আসা হাতির সংখ্যা ক্রমশ বাড়ছে৷ তার উপরে টাটা-খড়গপুর রেলপথের উপর দিয়ে পারাপার করতে গিয়ে যে ভাবে হাতির কয়েক বছর আগে মৃত্যু হয়েছিল, তাতে এখনই এ নিয়ে ভাবনা-চিন্তা না করলে ভবিষ্যতে বক্সার চেয়েও বড় সমস্যা তৈরি হতে পারে৷ বিষয়টি নিয়ে কিছু দিনের মধ্যেই রেলের সঙ্গে বৈঠক করা হবে৷’ মুম্বইগামী গুরুত্বপূর্ণ এই রেলপথে সম্প্রতি হাতির পারাপার বেড়ে যাওয়ায় চিন্তিত রেলকর্তারাও৷
advertisement
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেন, ‘আদ্রা বা বিষ্ণুপুর শাখায় মাঝে মাঝে হাতির পাল রেল লাইনে চলে আসতো৷ কিন্ত্ত টাটা-খড়গপুর শাখায় সম্প্রতি হাতির আনাগোনা বেড়ে যাওয়াটা রীতিমতো চিন্তার বিষয়৷ গুরুত্বপূর্ণ ওই শাখায় ট্রেনের গতি বক্সার মতো কমিয়ে দেওয়া সম্ভব নয়৷ তবে অন্য কোনও ভাবে কিছু করা যায় কী না তা দেখতে হবে৷’
advertisement
advertisement
বাস্তবে অবশ্য ট্রেনের গতি ১১০ থেকে কমে ৩০ বা ৪০ কিমি/ঘন্টা করে দেওয়া হয়েছে। এর ফলে রেল চলাচলের সময়সীমা বৃদ্ধি পাচ্ছে। বন দফতরের এক কর্তা বলেন, সমীক্ষায় দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে দলমার থেকে নেমে আসা হাতির সংখ্যা বছরে ১৫ থেকে ১৭ শতাংশ হারে বাড়ছে৷ এখন একটি বড় দলে ১২০টির মতো হাতি ঘুরছে৷ যার মধ্যে ৩০ থেকে ৪০টি শিশু এবং যুবক৷ এদের নিয়েই চিন্তা বেশি৷ এই দলটি ছাড়াও দক্ষিণবঙ্গে এখন দলমাছুট হাতির সংখ্যা দু’শোর কম নয়৷ এই সংখ্যায় ঘুম ছুটছে বন দফতরের কর্তাদের৷
advertisement
দলমা পাহাড় থেকে হাতির নেমে আসার ঘটনা চলছে প্রায় ১৯৮৮ সাল থেকে৷ রাজ্যে থাকাকালীন হাতিগুলি মূলত বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলির একাংশে দাপিয়ে বেড়ায়৷ এ প্রসঙ্গে এক আধিকারিক বলেন, বছর তিনেক আগে পর্যন্ত হাতির দল বছরে ছ’মাস দলমায় আর ছ’মাস এখানে থাকতো৷ গত বছর অন্তত ন’মাস এ রাজ্যে ছিল হাতিগুলি৷ কিন্ত্ত এ বছর জুন মাসের প্রথম সপ্তাহে দলমায় ফিরলেও জুলাইয়ের প্রথমেই ফের তারা ফিরে আসে৷ অর্থাত্‍ একমাসও হাতিগুলি এবার দলমায় থাকেনি৷ এই প্রবণতা বজায় থাকলে ভবিষ্যতে হাতি সমস্যায় রীতিমতো বেগ পেতে হবে, তা এখন থেকেই মালুম পাচ্ছেন বনকর্তারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: বক্সার সমস‍্যা ঝাড়গ্রাম-বাঁকুড়া-পুরুলিয়ায়, ট্রেনের সামনে বারবার চলে আসছে হাতি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement