Kargil Vijay Diwas: কার্গিল যুদ্ধে শহিদ হন এই বাঙালি সন্তান, বিজয় দিবসে প্রেমানন্দ চন্দ্রের বাড়িতে হাজির সেনাবাহিনীর আধিকারিকরা

Last Updated:

নদিয়ার শহীদ প্রেমানন্দ চন্দ্র কারগিল যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন এবং ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় তিনি দেশের জন্য আত্মত্যাগ করেন

+
শহীদের

শহীদের বাড়ির লোকদের সংবর্ধনা সেনা আধিকারিকদের

মৈনাক দেবনাথ, নাকাশিপাড়া: প্রবল বর্ষণের মধ্যেও অজপাড়া গাঁয়ে এলেন ভারতবর্ষের সেনাবাহিনীর বিশেষ আধিকারিকেরা। নদিয়ার নাকাশিপাড়ায় হঠাৎই ভারতীয় সেনা আধিকারিকদের আবির্ভাব। কিছুটা হকচকিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন তারা এসেছেন এক বিশেষ মানুষকে সম্মান জানাতে। তিনি হলেন অমর শহীদ প্রেমানন্দ চন্দ্র।
নদিয়ার শহীদ প্রেমানন্দ চন্দ্র কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন এবং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় তিনি দেশের জন্য আত্মত্যাগ করেন। প্রেমানন্দ চন্দ্র, নদিয়া জেলার নাকাশিপাড়া একজন গর্বিত সন্তান ছিলেন, যিনি কার্গিল যুদ্ধের সময় দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। কার্গিল যুদ্ধ, ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯৯ সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত লাদাখের কার্গিল জেলায় সংঘটিত হয়। এই যুদ্ধটিকে ভারতীয় সামরিক অভিযান “অপারেশন বিজয়” নামে পরিচিত ছিল। প্রেমানন্দ চন্দ্রের আত্মত্যাগ নদিয়া জেলার মানুষের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিশেষ করে কার্গিল বিজয় দিবস বা অন্যান্য শহিদ দিবসগুলিতে তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার এই আত্মত্যাগ দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
advertisement
advertisement
তবে গ্রামবাসীরা জানাচ্ছেন এই বিষয়ে যদি আমরা আগে জানতাম তাহলে তাদের আসার আগে আমরা কিছুটা হলেও প্রস্তুত হয়ে থাকতাম তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য। এদিন সেনা আধিকারিকেরা এসে সেই শহিদ জওয়ানের পরিবারের হাতে তুলে দিলেন শংসাপত্র ও সংবর্ধনা। এছাড়াও আক্ষেপের সুরে অনেকেই জানাচ্ছেন তাদের গ্রামের অনেকেই জানেন না যে তাদের গ্রামেই রয়েছে কার্গিল যুদ্ধের শহীদ প্রেমানন্দ চন্দ্র। তবে অনাড়ম্বর হলেও আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই, এই বীর সেনা জওয়ানকে নিয়ে গর্বিত গোটা গ্রামবাসী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kargil Vijay Diwas: কার্গিল যুদ্ধে শহিদ হন এই বাঙালি সন্তান, বিজয় দিবসে প্রেমানন্দ চন্দ্রের বাড়িতে হাজির সেনাবাহিনীর আধিকারিকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement