Kargil Vijay Diwas: কার্গিল যুদ্ধে শহিদ হন এই বাঙালি সন্তান, বিজয় দিবসে প্রেমানন্দ চন্দ্রের বাড়িতে হাজির সেনাবাহিনীর আধিকারিকরা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
নদিয়ার শহীদ প্রেমানন্দ চন্দ্র কারগিল যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন এবং ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় তিনি দেশের জন্য আত্মত্যাগ করেন
মৈনাক দেবনাথ, নাকাশিপাড়া: প্রবল বর্ষণের মধ্যেও অজপাড়া গাঁয়ে এলেন ভারতবর্ষের সেনাবাহিনীর বিশেষ আধিকারিকেরা। নদিয়ার নাকাশিপাড়ায় হঠাৎই ভারতীয় সেনা আধিকারিকদের আবির্ভাব। কিছুটা হকচকিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন তারা এসেছেন এক বিশেষ মানুষকে সম্মান জানাতে। তিনি হলেন অমর শহীদ প্রেমানন্দ চন্দ্র।
নদিয়ার শহীদ প্রেমানন্দ চন্দ্র কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন এবং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় তিনি দেশের জন্য আত্মত্যাগ করেন। প্রেমানন্দ চন্দ্র, নদিয়া জেলার নাকাশিপাড়া একজন গর্বিত সন্তান ছিলেন, যিনি কার্গিল যুদ্ধের সময় দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। কার্গিল যুদ্ধ, ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯৯ সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত লাদাখের কার্গিল জেলায় সংঘটিত হয়। এই যুদ্ধটিকে ভারতীয় সামরিক অভিযান “অপারেশন বিজয়” নামে পরিচিত ছিল। প্রেমানন্দ চন্দ্রের আত্মত্যাগ নদিয়া জেলার মানুষের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিশেষ করে কার্গিল বিজয় দিবস বা অন্যান্য শহিদ দিবসগুলিতে তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার এই আত্মত্যাগ দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
advertisement
advertisement
তবে গ্রামবাসীরা জানাচ্ছেন এই বিষয়ে যদি আমরা আগে জানতাম তাহলে তাদের আসার আগে আমরা কিছুটা হলেও প্রস্তুত হয়ে থাকতাম তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য। এদিন সেনা আধিকারিকেরা এসে সেই শহিদ জওয়ানের পরিবারের হাতে তুলে দিলেন শংসাপত্র ও সংবর্ধনা। এছাড়াও আক্ষেপের সুরে অনেকেই জানাচ্ছেন তাদের গ্রামের অনেকেই জানেন না যে তাদের গ্রামেই রয়েছে কার্গিল যুদ্ধের শহীদ প্রেমানন্দ চন্দ্র। তবে অনাড়ম্বর হলেও আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই, এই বীর সেনা জওয়ানকে নিয়ে গর্বিত গোটা গ্রামবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 2:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kargil Vijay Diwas: কার্গিল যুদ্ধে শহিদ হন এই বাঙালি সন্তান, বিজয় দিবসে প্রেমানন্দ চন্দ্রের বাড়িতে হাজির সেনাবাহিনীর আধিকারিকরা