India Pakistan Tension: ভারত-পাকিস্তান সীমান্তে বিরাট অশান্তি, পেট্রাপোলে বাড়ল নজরদারি! ফের কী হবে?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
India Pakistan Tension: সীমান্ত বন্দরে লাগাতার চলছে টহল, বাড়তি নজরদারিতে আশ্বস্ত ভারতীয় নাগরিকেরা।
উত্তর ২৪ পরগনা: দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর থেকেই আরও বাড়ানো হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। হাসিনা সরকারের পতনের পর থেকেই পেট্রাপোল-সহ বনগাঁ মহকুমার বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় নজরদারিতে জোর দেওয়া হয় বিএসএফের তরফে।
সন্ধের পর থেকেই কাঁটাতারের এলাকায় একপ্রকার কারফিউ জারি থাকে। তবে বর্তমান ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে গোটা সীমান্ত এলাকা জুড়ে তাই চরম সতর্কতার ছবি উঠে আসছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকার ফেন্সিংহীন অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন: DRDO-র তৈরি আকাশ মিসাইলে জব্দ পাকিস্তান! এক ইউনিট উড়িয়ে দিতে পারে ৪ টার্গেট
কালিয়ানী-সহ একাধিক জায়গায় এখনও ফেন্সিং না থাকায় সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বনগাঁর পেট্রাপোল, বাগদা এবং গাইঘাটার মতো গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে। পেট্রাপোলে বন্দর এলাকায় এদিনও দেখা গেল বারবার পরিদর্শনে আসছেন সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাত, মায়ের চোখে জল-বাবার বুকে গর্ব রেখে সেনাবাহিনীতে যাত্রা জলপাইগুড়ির মনোরঞ্জনের
তবে এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন তাঁরা কোনও ভাবেই আতঙ্কিত নন। নিরাপত্তা বাড়ানোর কারণে কিছুটা হলেও স্বস্তিতে এই প্রত্যন্ত সীমান্ত এলাকার ভারতীয় নাগরিকেরা।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 5:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Pakistan Tension: ভারত-পাকিস্তান সীমান্তে বিরাট অশান্তি, পেট্রাপোলে বাড়ল নজরদারি! ফের কী হবে?