India Bangladesh Border: সর্বনাশ! ভারত-বাংলাদেশ বর্ডারে দলবল নিয়ে ইনি কে! পশ্চিমবঙ্গের 'কুখ্যাত' মুখ যে! বিরাট সাফল্য পুলিশের

Last Updated:

India Bangladesh Border: বর্ধমানে ডাকাতির সময় একটি পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার অভিযোগও আছে এই সেলিমের বিরুদ্ধে।

অবশেষে গ্রেফতার
অবশেষে গ্রেফতার
অনুপম সাহা, বসিরহাট: সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচারের আগে ধরা পরল অন্যতম ডাকাত দলের মাথা সেলিম ওস্তাগার। মাদক পাচারের পাশাপাশি বড় বড় ডাকাতির নেতৃত্ব দিত এই সেলিম ওস্তাগার। বর্ধমান, আরামবাগ, রাজারহাট, নিউ টাউন, শান্তিপুর, গলসি সহ একাধিক জায়গায় সোনার দোকান, শপিং মল, ইলেকট্রনিক্সের নামকরা শোরুম, পেট্রল পাম্পে সেলিম ওস্তাগারের নেতৃত্বে ভয়াবহ ডাকাতি হয়েছে।
এমনকী বর্ধমানে ডাকাতির সময় একটি পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার অভিযোগও আছে এই সেলিমের বিরুদ্ধে। আগে একাধিক বার জেল খেটেছে বিভিন্ন থানায়। সেলিম ওস্তাগার ও তার সঙ্গীদের বহুদিন ধরেই বিভিন্ন থানার পুলিশ খুঁজছিল।
advertisement
advertisement
বুধবার রাতে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে মাদক পাচারের আগে ঘোজাডাঙ্গা রোডে তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে পাঁচ লিটার কোডাইন মিকচার ও ৫০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। হাসনাবাদের তালপুকুরে বাড়ি সেলিম ওস্তাগারের। সেলিম ওস্তাগারের এই গ্রেফতার পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। ৮ দিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার তাকে বারাসাত আদালতে পাঠায় বসিরহাট থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Border: সর্বনাশ! ভারত-বাংলাদেশ বর্ডারে দলবল নিয়ে ইনি কে! পশ্চিমবঙ্গের 'কুখ্যাত' মুখ যে! বিরাট সাফল্য পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement