South 24 Parganas News: আবারও বাঘ আতঙ্কে ঘুম উড়ল পাথরপ্রতিমার বাসিন্দাদের

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের দাবি শ্রীধরনগরের তমলুকপাড়ায় আয়লা বাঁধের উপর বাঘ দেখেছেন এক গ্রামবাসী। এরপরই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

কাদাতে রয়েছে বাঘের পায়ের ছাপ
কাদাতে রয়েছে বাঘের পায়ের ছাপ
পাথরপ্রতিমা: আবারও বাঘ আতঙ্কে ঘুম উড়ল পাথরপ্রতিমার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি শ্রীধরনগরের তমলুকপাড়ায় আয়লা বাঁধের উপর বাঘ দেখেছেন এক গ্রামবাসী। এরপরই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার থেকে বৃষ্টি হচ্ছে এলাকায়। এই পরিস্থিতিতে বাঘ সত্যি এলাকায় রয়েছে কিনা তা দেখতে যেতে পারেননি বনকর্মীরা। স্থানীয়রাও বাইরে বের হতে পারছেন না। এদিকে বাঘটিকে আর দেখতে পাওয়া যায়নি বলে জানিয়েছে গ্রামবাসীরা।
এ বিষয়ে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ মিদ্যা জানিয়েছেন, বাঘটিকে খোঁজা সম্ভব হয়নি, বৃষ্টির জন্য। যার জন্য এলাকায় থমথমে ভাব রয়েছে। এদিকে গ্রামবাসীদের দাবি বাঘের পায়ের ছাপ রয়েছে এলাকায়। সেই ছাপ পুরানো কিনা তাও জানা সম্ভব হচ্ছেনা বৃষ্টির জন্য। বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আদৌ গভীর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে বাঘ এসেছে কিনা, তা যাচাই করে দেখতে হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদিও এই দাবিতে সন্তুষ্ট নয় স্থানীয়রা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকায় কয়েকমাস ধরে টানা এরকম আতঙ্ক চলছে। সন্ধ্যার পর কার্যত ঘরবন্দি মানুষজন। তারা এই সমস্যার সুষ্ঠ সমাধান চাইছেন।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: আবারও বাঘ আতঙ্কে ঘুম উড়ল পাথরপ্রতিমার বাসিন্দাদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement