হাথরাসে ধর্ষণের প্রতিবাদে তৃমণূলের শোক মিছিলে বাজলো কুরকুরি, ব্যান্ডপার্টি! নাচলেন সমর্থকরা

Last Updated:

দুজিপুর বাজার এলাকায় এই মিছিলের আয়োজন করে তৃণমূল । সেখানেই রীতিমতো উৎসবের মেজাজে শোক মিছিল করা হয় ।

Shankar Rai
#পিংলা: উত্তরপ্রদেশের হাথরাসে তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধিক্কার ও শোক মিছিলের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি বলেছিলেন প্রত্যেক ব্লকে শোক মিছিল বের করতে । সেই মতো শোক মিছিলের আয়োজন করেছিলেন পিংলার তৃণমূল কর্মীরা । সেই শোক মিছিলে বাজলো বাজনা, কুরকুরি । দেদার বাজনা বাজিয়ে নাচে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা আর সেই মিছিলে পায়ে পা মিলালেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ।
advertisement
পিংলার দুজিপুর । দুজিপুর বাজার এলাকায় এই মিছিলের আয়োজন করে তৃণমূল । সেখানেই রীতিমতো উৎসবের মেজাজে শোক মিছিল করা হয় । আর এই ইস্যু নিয়ে রাজ্যের মন্ত্রীকে কটাক্ষ করতে  ছাড়লেন না বিজেপির জেলা সভানেত্রী অন্তরা ভট্টাচার্য্য । তিনি বলেন, ‘মন্ত্রীমশাই শোক মিছিল করলেন, না আনন্দ  মিছিল করলেন সেটাই বুঝতে পারলাম না ।  কামদুনি থেকে পার্কস্ট্রিট ধর্ষণ ঘটনায় তখন তো কেউ মিছিল করে না তৃণমূলের ।’ মন্ত্রী সৌমেন মহাপাত্রের বক্তব্য, ‘‘আমি বাজনা শুনেই ততক্ষণ তা বন্ধ নির্দেশ  দিয়েছিলাম।’’
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাথরাসে ধর্ষণের প্রতিবাদে তৃমণূলের শোক মিছিলে বাজলো কুরকুরি, ব্যান্ডপার্টি! নাচলেন সমর্থকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement