#পূর্ব মেদিনীপুরের: পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৬০টি, তার মধ্যে ৭টি আসনে ভোট হয়নি ৷ বাকি ৭টি আসনে শাসকদলের জেতার প্রবল সম্ভবনা ৷ বরাবরই পূর্ব মেদিনীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত, তার উপরে অধিকারী পরিবারের রাজনীতিতে একটি বিশেষ ভূমিকা, সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর আরও একবার প্রমাণ করল তারা শাসকদলের সঙ্গেই ৷
আরও পড়ুন : বিরোধীশূণ্য দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদও তৃণমূলের পকেটে
পূর্ব মেদিনীপুরের সবং, পিংলা, এগরা, কাঁথি, খেজুরি, ভগবানপুর, পটাশপুর, হেঁড়িয়া, নন্দকুমার সহ বিভিন্ন জায়গা সবুজের মহাকাব্যে পরিণত হয়েছে ৷ দিন পার হয়ে রাতের অন্ধকারেও ম্লান হয়নি তৃণমূলের জ্যোতি ৷ বৃহস্পতিবার তৃণমূলের জয়জয়কার ছড়িয়ে পড়েছে চারিদিকে ৷
আরও পড়ুন : উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের
পূর্ব মেদিনীপুরেও যে তৃণমূল ঝড় উঠতে চলেছে ধরা পড়েছিল আমাদের সমীক্ষায় ৷ আবারও আমরা সবার আগে সঠিক তথ্য তুলে ধরেছি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: #পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮, East Midnapur, Election Commission, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat Election 2018, Panchayat polls 2018, Panchayat Polls live, Scrutiny, South Bengal Panchayat Election 2018, West Bengal Panchayat polls 2018