Durga Puja 2024: পড়াশোনার ফাঁকেই তেজ পাতা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি সোনারপুরের পড়ুয়ার
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
একচালার প্রতিমায় সঙ্গেরয়েছে লক্ষ্মী, গণেশ ও কার্তিক ও সরস্বতী। অসুরও বানানো হয়েছে তেজ পাতা দিয়েই। তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মন্ডপে পুজো করা হবে।
দক্ষিণ ২৪ পরগনা: বিভিন্ন পুজো প্যান্ডেলে বিভিন্ন ধরনের মূর্তি দেখা যায় পুজোর সময়। কোথাও সাবেকিয়ানার মূর্তি কোথাও বা আর্টের প্রতিমা পুজো করা হয়। কেউ মূর্তি বানান খড়, মাটি, রং ইত্যাদি দিয়ে। কোনও শিল্পী বানান ফেলে দেওয়া বস্তু কিংবা ভেষজ উপাদান দিয়ে। তবে তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিলেন সোনারপুরের এক যুবক জয়মাল্য মন্ডল। একচালার প্রতিমায় সঙ্গেরয়েছে লক্ষ্মী, গণেশ ও কার্তিক ও সরস্বতী। অসুরও বানানো হয়েছে তেজ পাতা দিয়েই। তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মন্ডপে পুজো করা হবে।
সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য। ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানো নেশা ছিল তার। নিজের খেয়ালেই অনেক কিছু বানিয়েছেন তিনি। এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা।হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানাছিলেন। যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা। তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। এবারে বানিয়েছেন তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা । এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয়মাল্য। প্রতিবছরের মত এই বছরেও জয়মাল্যর তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে।
advertisement
advertisement
তিনি জানান, “একটি বাস্তবিক কঠিন ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহার জিনিস আর সেখান থেকে তার উত্তরণ ঘটানো হচ্ছে শৈল্পিক নমনীয় অবয়বের মধ্যে। অর্থাৎ প্রতিদিন গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত তেজপাতা দিয়েও যে একটি শৈল্পিক অবয়বের রূপ দেওয়া যায় সেই প্রচেষ্টাই আমরা করেছি।” ইতিমধ্যেই এই মূর্তি তৈরি করা প্রায় শেষের মুখে। ছোট-বড় বিভিন্ন ধরনের আর্টের মূর্তি এর আগে আমরা একাধিকবার দেখেছি। তবে তেজপাতা মতো বস্তু দিয়ে মা দুর্গার মূর্তি হয়তো সকলকেই অবাক করবে, এমনটাই মনে করছেন শিল্পী।
advertisement
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2024 4:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পড়াশোনার ফাঁকেই তেজ পাতা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি সোনারপুরের পড়ুয়ার








