দোল নয়, করোনার আতঙ্ক দূরে সরিয়ে হোলিতেই ফাগ ওড়াল বর্ধমান
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
সকাল থেকে নাচে গানে আবিরে রঙে জমজমাট শহর। করোনা ভাইরাসের আতঙ্ক রয়েছেই। তবে তাকে সাময়িক দূরে সরিয়ে রেখে রঙ মাখল বর্ধমান।
#বর্ধমান: অপেক্ষার অবসান ঘটিয়ে দোল উৎসবের পরদিন রঙের উৎসবে মাতল রাজার শহর বর্ধমান। রঙে রঙে রাঙা হল চারদিক। থেকে থেকে আওয়াজ উঠল হোলি হ্যায়। সকাল থেকে নাচে গানে আবিরে রঙে জমজমাট শহর। করোনা ভাইরাসের আতঙ্ক রয়েছেই। তবে তাকে সাময়িক দূরে সরিয়ে রেখে রঙ মাখল বর্ধমান।
আজ মঙ্গলবার রঙ খেলল বর্ধমান। করোনার আতঙ্ককে দূরে সরিয়ে রঙে রেঙে উঠলো সবাই। সবার রঙে রঙ মেলানোর আনন্দে মাতলেন সকলেই। ফাগ উড়লো নানা রঙের। কখনো সেই গুলাল লাল রঙের। কখনও সেই আবির গোলাপি, বেগুনি, গেরুয়া, হলুদ।নানা বর্ণে চিত্রিত হলেন শিশু কিশোর, আট থেকে আশি সকলেই।
দোল পূর্ণিমায় একেবারে স্বাভাবিক ছিল বর্ধমান। রঙ মাখতে দেয়নি গায়ে। সেদিন ছিল ঠাকুরের দোল। রাজ আমল থেকে চলে আসছে এই রীতি। সেদিন সব বৈষ্ণব মন্দিরে ঘুরে ঘুরে দেবতার পায়ে আবির দিতেন রাজা সহ রাজপরিবারের সদস্যরা। তাই সেদিন প্রজাদের রঙ খেলা নিষিদ্ধ ছিল। সেই প্রথা আজও মেনে চলেন শহরের বাসিন্দারা। কিন্তু আজ হোলির দিনে কোনও বাধা নেই। এদিন রাজাও মিশে যেতেন প্রজাদের সঙ্গে। আবির রঙে মাখামাখি চলতো ভেদাভেদ ভুলে। উচ্চ নীচ জাতপাত ভুলে সবাইকে আপন করে নেওয়ার সেই ঐতিহ্য ধরা পড়ল এদিনও।
advertisement
advertisement
প্রভাতফেরির মধ্য দিয়ে রঙ খেলা শুরু হয়েছিল বর্ধমানে। ইছলাবাদ অ্যাথেলেটিক ক্লাব সহ বেশ কয়েকটি সংস্হার যৌথ উদ্যোগে বের হয় রঙিন শোভাযাত্রা। পলাশ ফুলে খোঁপা বেঁধে বাসন্তী রঙের শাড়ি পড়ে নৃত্য গীত পরিবেশন করে কচিকাঁচারা।তাদের সঙ্গে পা মেলান পুরুষ মহিলারা। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই প্রভাতফেরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবির খেলা শুরু হয়ে যায় শহরের সব প্রান্তেই। বর্ধমানের নীলপুরে জাগরনী সংঘের মাঠৈ, উৎসব ময়দানে, টাউনহল ময়দানে হোলি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়। হোলিতে অপ্রীতিকর ঘটনা রুখতে সকাল থেকেই জি টি রোডে টহল দিয়েছে পুলিশ। বর্ধমান থানার পক্ষ থেকে আগেই চিঠি দিয়ে সংযত ভাবে দোল উৎসব পালনের বার্তা পাঠানো হয়েছিল। সুশৃঙ্খলভাবেই হোলি উদযাপন হয়েছে বর্ধমানে।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2020 8:13 PM IST