পথ দুর্ঘটনায় মৃত আরামবাগের হরিণখোলার তৃণমূল প্রার্থী
Last Updated:
আজ বিকেল ৫টায় রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রচার শেষ হয়ে গিয়েছে ৷ প্রচারের শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততাও ছিল তুঙ্গে ৷ শেষ মুহূর্তের প্রচারে সামনে এল পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর ৷ পথ দুর্ঘটনার শিকার হলেন আরামবাগের হরিণখোলার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুমিতা সিংহ রায় ৷
#আরামবাগ: আজ বিকেল ৫টায় রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রচার শেষ হয়ে গিয়েছে ৷ প্রচারের শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততাও ছিল তুঙ্গে ৷ শেষ মুহূর্তের প্রচারে সামনে এল পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরামবাগের হরিণখোলার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুমিতা সিংহ রায় ৷
সূত্রের খবর তৃণমূল প্রার্থী মধুমিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন এবার ৷ এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন মধুমিতা ৷ একাধিক জনসভায় বক্তব্য রাখতে সময় বাঁচাতেই একটি বাইকে চড়ে যাচ্ছিলেন ৷ আরামবাগের জাতীয় সড়কে হঠাৎ বাইক থেকে পড়ে যান ৷ সেই সময়েই দ্রুত গতিতে আসা একটি লরি মুহূর্তের মধ্যে পিষে দেয় মধুমিতাকে ৷ দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা গিয়েছে ৷ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মত ৷
advertisement
advertisement
ঘটনাস্থলে পুলিশ, মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ৷৷ খতিয়ে দেখা হচ্ছে নিছকই দুর্ঘটনা, না এর পিছনে কোনও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 12, 2018 5:27 PM IST