কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে জঙ্গলমহল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Last Updated:
১৪ মে ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচন এই প্রথম তাই নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি উৎসাহ রয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জেলা জুড়ে জোরদার করা হয়েছে।ইতিমধ্যে জেলার বিভিন্ন ব্লক গুলিতে বুথ কেন্দ্র এবং সেক্টর অফিস গুলির প্রয়োজনীয় পরিকাঠামোর দিকগুলি খতিয়ে দেখছে ঝাড়গ্রাম জেলা পুলিশ, প্রশাসনের আধিকারিকেরা।
#ঝাড়গ্রাম: ১৪ মে ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচন এই প্রথম তাই নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি উৎসাহ রয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জেলা জুড়ে জোরদার করা হয়েছে।ইতিমধ্যে জেলার বিভিন্ন ব্লক গুলিতে বুথ কেন্দ্র এবং সেক্টর অফিসগুলির প্রয়োজনীয় পরিকাঠামোর দিকগুলি খতিয়ে দেখছে ঝাড়গ্রাম জেলা পুলিশ, প্রশাসনের আধিকারিকেরা।
ভোট কেন্দ্রে যাতে মানুষের পৌঁছতে কোনও অসুবিধা না হয় তার জন্যও প্রশাসন পুরো বিষয় খতিয়ে দেখছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতিটি বুথে এবং সেক্টর অফিস গুলিতে নির্বাচন কমিশনের নির্দেশ মত পুলিশ মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তার দিকটি জেলা জুড়েই সুনিশ্চিত করা হচ্ছে। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন,পুলিশ।
advertisement
advertisement
এবার ঝাড়গ্রাম জেলায় মোট ৮০৬ গ্রাম পঞ্চায়েত আসনে ভোট হচ্ছে। ১৮৭ টি পঞ্চায়েত সমিতির আসনে এবং ১৬টি জেলা পরিষদ আসনে নির্বাচন হবে । জেলার মোট পোলিং সেন্টার ১০২৬, পোলিং প্রেমিসেস ৯৮৭ টি। ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের জন্য মোট আটটি গণনা কেন্দ্র রয়েছে।
এছাড়া ডিসি, আরসিও প্রতিটি ব্লকের জন্য একটি করে মোট আটটি করে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবার আলাদাভাবে স্পর্শ কাতর ,অতি স্পর্শ কাতর বুথ চিহ্নিত হয়নি।
advertisement
প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য স্পর্শকাতর বুথ আলাদাভাবে চিহ্নিত না করা হলেও সব বুথ গুলিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এবার ঝাড়গ্রাম জেলার মোট আটটি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে মোট ভোটার ৮,১৩,১৫৫।
view commentsLocation :
First Published :
May 12, 2018 2:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে জঙ্গলমহল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি