IMD Winter Forecast: পারদ পতন শুরু...! ফের নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে বাংলা, শীত নিয়ে আলিপুরের বড় আপডেট

Last Updated:

IMD Winter Forecast: একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত, যার ফলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বারে বারে। পুরুলিয়াতেও আবহাওয়ার বদল ঘটছে।

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শীতের আগমন নিয়ে বেশ কিছুটা সংশয়ের মধ্যে রয়েছে বঙ্গবাসী। নভেম্বরে শুরুতেও শীতের দেখা নেই রাজ্যে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলছে। একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত যার ফলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বারে বারে। পুরুলিয়াতেও আবহাওয়ার বদল ঘটছে। সকাল থেকে হালকা ঠান্ডা আমেজ উপভোগ করা গেলেও বেলা বাড়তেই আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে।
শীত সেভাবে অনুভব হচ্ছে না। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে জেলা জুড়ে। এই দিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুনঃ উত্তরের রেসিপি দক্ষিণের হেঁসেলে! ঘরেই ঝটপট বানিয়ে ফেলুন লাল লাল, ঝাল ঝাল সিদল শুঁটকি! রইল রেসিপি
হালকা শীতের শিরশিরানি অনুভব হচ্ছে। দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আপাতত বৃষ্টি দেখা মিলছে দক্ষিণের এই জেলাগুলিতে। তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
advertisement
advertisement
অপরদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হলেও হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাই মোটের উপর শুষ্ক থাকবে। আবহাওয়ার বদল ঘটবে উত্তরে। নভেম্বরে শুরুতেও এ-বছর ভ্যাপসা গরমের অনুভূতি হতে দেখা যাচ্ছে  অনেক জায়গাতেই। বদল হচ্ছে আবহাওয়ার। ক্রমাগতই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। আবহাওয়ার খামখেয়ালীতে জেরবার পুরুলিয়াবাসী। শীতের আগমনের অপেক্ষায় গোটা জেলা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD Winter Forecast: পারদ পতন শুরু...! ফের নিম্নচাপের বৃষ্টিতে ভিজবে বাংলা, শীত নিয়ে আলিপুরের বড় আপডেট
Next Article
advertisement
Kranti Goud: বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
  • বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়

  • মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে

  • বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত

VIEW MORE
advertisement
advertisement