Weather: রবিবার সকাল থেকে দিনভর বৃষ্টিতে তোলপাড়? বিকেলে ধেয়ে আসবে কালবৈশাখী? কলকাতায় কেমন আবহাওয়া? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Weather: উত্তরের উপরের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আপাতত এক সপ্তাহ বর্ষার দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা নেই। আগামী বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে।
কলকাতাঃ গরম বাড়বে, সঙ্গে অস্বস্তি। তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি কমবে। উত্তরের উপরের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আপাতত এক সপ্তাহ বর্ষার দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা নেই। আগামী বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। সোমবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বাকি দিনগুলিতে উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।
বুধবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত তিন-চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মঙ্গল ও বুধবার এই দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে; কমবে তাপমাত্রা।
advertisement
আরও পড়ুনঃ স্কুটিতে রাজা, হেলমেট মাথায় মোবাইলে মগ্ন সোনম! সাদা বড় ব্যাগ…! অবশেষে মিলল নিখোঁজ হওয়ার মুহূর্তের ‘সিক্রেট’ ছবি! কোন সত্যি ফাঁস হবে?
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন-চারদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরম-দূষণে রুক্ষ, প্রাণহীন আপনার চুল? দইয়ে মেশান ৫ টাকার ‘এই’ জিনিস! রেশমের মতো ঝলমল করবে, স্পা করাতে হবে না
মৌসুমী অক্ষরেখা আপাতত ৪/৫ দিনে সক্রিয় হওয়ার সম্ভাবনা একদম নেই। বর্ষার অনুকূল পরিস্থিতি কবে হবে এখনও সন্ধিহান আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। ১২ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি হচ্ছে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার উত্তরবঙ্গে ১০ দিন আগে বর্ষায় এলেও দক্ষিণবঙ্গে বর্ষায় বিলম্ব। কবে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে অনিশ্চিত আবহাওয়াবিদরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 7:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather: রবিবার সকাল থেকে দিনভর বৃষ্টিতে তোলপাড়? বিকেলে ধেয়ে আসবে কালবৈশাখী? কলকাতায় কেমন আবহাওয়া? জানুন