পুরুলিয়ার ২ গুরুত্বপূর্ণ হাসপাতালকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করার দাবি! দাবি তুলল খোদ IMA
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
উন্নত স্বাস্থ্য পরিষেবা যেকোনও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা। এই কথা মাথায় রেখেই উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবি ওঠে বিভিন্ন জায়গায়।
মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: উন্নত স্বাস্থ্য পরিষেবা যেকোনও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা। এই কথা মাথায় রেখেই উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবি ওঠে বিভিন্ন জায়গায়। ঠিক সেইরকমই জেলা স্বাস্থ্য পরিকাঠামো উন্নতি করতে, জেলার মানুষদের আরও উন্নততর স্বাস্থ্য পরিষেবা দিতে পুরুলিয়ার গুরুত্বপূর্ণ দুই মহাকুমা ঝালদা ও মানবাজারে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের দাবি আইএমএ (IMA) তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। ইতিমধ্যেই আইএমএ-র পুরুলিয়া শাখার সদস্যরা সিএমওএইচ অফিসে বিষয়টি জানান।
তাঁদের দাবি, মানবাজার ও ঝালদার মানুষদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই দুটি হাসপাতালকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করা হোক। কারণ বহু মানুষ এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে আসেন। শুধু ঝালদা নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ ঝালদা হাসপাতালে চিকিৎসা করান। এই হাসপাতাল যদি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত হয় তাহলে চিকিৎসার মান আরও বাড়বে।
advertisement
advertisement
একইভাবে মানবাজার হাসপাতালেও দূরদূরান্ত থেকে মানুষ চিকিৎসা করাতে আসেন। এই হাসপাতালও সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করা হলে রোগীরা উপকৃত হবে। এরই পাশাপাশি পুরুলিয়া সদর হাসপাতালকে তারা ডিস্ট্রিক্ট হাসপাতাল হিসেবেই রাখার আর্জি জানান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে সিএমওএইচ ড.অশোক বিশ্বাস বলেন, “এই দাবিটি আমি সরকারের কাছে পাঠাব এবং তার আগে স্বাস্থ্য সমিতির চেয়ারম্যান রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন সেখানে এই বিষয়টি আলোচনা হবে। মূলত তারই পরিপ্রেক্ষিতে সেই প্রপোজালটি আমরা স্টেটের কাছে পাঠাব। মানবাজার ও ঝালদায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হলে বহু মানুষ উপকৃত হবে। পুরুলিয়া জেলায় চিকিৎসার মান আরও উন্নত হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 05, 2025 2:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরুলিয়ার ২ গুরুত্বপূর্ণ হাসপাতালকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রূপান্তরিত করার দাবি! দাবি তুলল খোদ IMA
