ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা! খড়িবাড়ি থেকে গ্রেফতার দুই বাংলাদেশি

Last Updated:

বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে বলে বারংবার অভিযোগ উঠেছে। এই অভিযোগে আগেও গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এবার ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার হল ২ বাংলাদেশি। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এস‌এসবির জালে ধরা পড়ল দুই বাংলাদেশি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে বলে বারংবার অভিযোগ উঠেছে। এই অভিযোগে আগেও গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এবার ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার হল ২ বাংলাদেশি। খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এস‌এসবির জালে ধরা পড়ল দুই বাংলাদেশি। ধৃতেরা হল মহম্মদ নুর হোসেন খন্দকর ও মহম্মদ ওমর ফারুক ওরমান। ধৃতদের সীমান্তে আটক করে জিজ্ঞাসাবাদে বাংলাদেশি পরিচয় পেয়ে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি! জানা গিয়েছে ধৃত নুর হোসেন অবৈধভাবে ভারতে প্রবেশের পর নেপালের যায়। সেখান থেকে রোমানিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। অন্যদিকে ওমর ফারুক বিমানে নেপালে আসার পর ক্রোয়েশিয়া ও ফ্রান্স যাওয়ার পরিকল্পনা ছিল।
দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট খুইয়ে বসে ধৃতরা। দুই বাংলাদেশি একে অপরের সঙ্গে পরিচয় হলে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার পরিকল্পনা করে। এরপরেই তাঁরা এস‌এসবির জালে ধরা পড়ে। এর আগে গত সোমবার এই সীমান্তে এক চিনা নাগরিক গ্রেফতার হন। গত ২ সপ্তাহে সব মিলিয়ে ৬ বাংলাদেশি গ্রেফতার হল পানিট্যাঙ্কি সীমান্তে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা! খড়িবাড়ি থেকে গ্রেফতার দুই বাংলাদেশি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement