বাংলাদেশে পাচারের প্ল্যান ভেস্তে দিল পুলিশ! ২ যুবকের থেকে যা উদ্ধার হল...! জানলে 'থ' হয়ে যাবেন

Last Updated:

এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, সিআই মানস দাস, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী

লালগোলায় মাদক উদ্ধার করল পুলিশ
লালগোলায় মাদক উদ্ধার করল পুলিশ
লালগোলা, তন্ময় মন্ডল: বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল! তার আগেই হেরোইন সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। লালগোলা থানার দেওয়ান সরাই গ্রাম সংলগ্ন একটি ইট ভাটার কাছ থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তাঁদের থেকে উদ্ধার করা হয়েছে ২৮৭ গ্রাম হেরোইন। পুলিশ সূত্রে খবর, এর বাজারমূল্য ৩০ লক্ষ টাকা।
পুলিশ সুত্রে আরও জানা যাচ্ছে, ধৃতদের নাম তোহিদুর রহমান (২৭) ও আবু হেনা (৩১)। তাঁদের বাড়ি লালগোলা থানা এলাকায়। একটি স্কুটি চালিয়ে দুই পাচারকারী লস্করপুর গ্রাম থেকে দেওয়ান সরাইয়ের দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের আটক করে পুলিশ। দু’জনের কাছ থেকে ২৮৭ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার হয়।
আরও পড়ুনঃ চলন্ত বাসে হঠাৎ আগুন! এয়ারপোর্টের সামনেই বড় দুর্ঘটনা, চালকের ‘বুদ্ধি’তে রক্ষা পেলেন যাত্রীরা
পুলিশের প্রাথমিক অনুমান, হেরোইনগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, সিআই মানস দাস, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী। ধৃতদের আজ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। ধৃত মাদক কারবারীদের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, এর আগেও গত এক সপ্তাহে একাধিকবার লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় এই মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করেছে। লালগোলাকে হেরোইন মুক্ত করতেই পুলিশের এই উদ্যোগ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলাদেশে পাচারের প্ল্যান ভেস্তে দিল পুলিশ! ২ যুবকের থেকে যা উদ্ধার হল...! জানলে 'থ' হয়ে যাবেন
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement