Illegal Construction Demolition: বাংলায় চলল বুলডোজার! ১৭ কিমি এলাকা জুড়ে অবৈধ নির্মাণ ভাঙবে প্রশাসন, এতবড় পদক্ষেপ কোথায় নিল জানেন!
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Illegal Construction Demolition: জবরদখল মুক্ত করার জন্য এবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করা হল।
বারুইপুর: জবরদখল মুক্ত করার জন্য এবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করা হল। বারুইপুরে আদি গঙ্গার পাড়ে সেচ দফতরের জায়গায় অবৈধভাবে নির্মাণ করে গজিয়ে উঠেছে অবৈধ দোকান, এর ফলে নিকাশী নালা বন্ধ হয়ে যাচ্ছে। বারবার স্থানীয় ব্যবসায়ীদের জানিয়েও কোনরকম সুরাহা হয়নি, যে কারণে এবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হল।
সোমবার থেকে বারুইপুরের পদ্মপুকুর থেকে অভিযান শুরু করে মগরাহাট ড্রেনেজ ডিভিশন ও বারুইপুর ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা। বুলডোজার নিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ বেশ কয়েকটি দোকান। ঠিক যেন যোগী রাজ্য! মোট ১৭ কিলোমিটার এলাকা অবৈধ নির্মাণ ভাঙার জন্য অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে, এরপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে লোহার ফেন্সিং দিয়ে জাল তৈরি করা হবে। এর জন্য ১ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
advertisement
advertisement
প্রাথমিকভাবে অভিযান কাজ শুরু করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার পদ্মপুকুরের পর বংশী বটতলা এলাকা থেকে দক্ষিণ শাসন পর্যন্ত। আদি গঙ্গার পাড় জবরদখল মুক্ত করার জন্য অভিযান চালানো হবে। বারুইপুর পদ্মপুকুর বাইপাসে শুরু হল আদি গঙ্গার পাড় দখলমুক্ত করার অভিযান। দীর্ঘদিন ধরে কামালগাজী যাওয়ার বাইপাসের শুরুতেই অবৈধভাবে একাধিক ব্যবসায়ী নানা ধরনের দোকান করেছিলেন। কারো ঘুগনি, মুদির দোকান, কারো চায়ের দোকান, মুরগির মাংসের দোকান বা বাইক সারানোর দোকান। আজ সেচ দফতরের তরফ থেকে এই দোকানগুলি বারুইপুর ব্লক প্রশাসনের সাহায্যে ও বারুইপুর থানায় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ভেঙে দেওয়ার কাজ শুরু হল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এক ব্যবসায়িক দীপঙ্কর মন্ডল জানান, “বেশ কয়েকবার আগেও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিছুদিন আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই আমাদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়। এ বিষয়ে বিধায়কের সঙ্গে আমরা কথা বলতে গেলে বিধায়ক আমাদেরকে জানাই সমস্ত দোকান ভাঙ্গা হবে। আমাদের বিকল্প কোন ব্যবস্থা করে দিক রাজ্য সরকার। আমার এই ছোট্ট দোকানের ওপরই নির্ভরশীল আমার পরিবার। আজ দোকানটা চলে গেল কি হবে বুঝে উঠতে পারছি না। আগামী দিনে আমার সংসার কীভাবে চলবে আমাদের পথে বসতে হল সরকার আমাদের প্রতি একটু সহানুভূতি দেখালে আমাদের পরিবারগুলি বাজবে না হলে সব কিছু শেষ হয়ে যাবে।”
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 11:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illegal Construction Demolition: বাংলায় চলল বুলডোজার! ১৭ কিমি এলাকা জুড়ে অবৈধ নির্মাণ ভাঙবে প্রশাসন, এতবড় পদক্ষেপ কোথায় নিল জানেন!