Ilish Fish: ইলিশ নিয়ে খারাপ খবর! মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় ফের নিষেধাজ্ঞা, রুপোলি শস্যের আশা এই বছরের মতো শেষ

Last Updated:

Ilish Fish: ইলিশের প্রতি বাঙালির ভালবাসা চিরন্তন। রাস পূর্ণিমা পর্যন্ত ইলিশ ধরার মরশুম থাকে। এর মধ্যে রাস পূর্ণিমায় নতুন নিম্নচাপ হওয়ায় মৎস্যজীবীদের মনখারাপ। এই বছরের মতো ইলিশের আশা শেষ।

+
মাইকে

মাইকে প্রচার চলছে

নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ ঘূর্ণিঝড় মন্থা যেতে না যেতেই নতুন নিম্নচাপে শেষ হল এই বছরের মতো ইলিশের আশা। রাস পূর্ণিমা পর্যন্ত ইলিশ ধরার মরশুম থাকে। এর মধ্যেই রাস পূর্ণিমায় নতুন নিম্নচাপ হওয়ায় মনখারাপ মৎস্যজীবীদের। ইতিমধ্যেই মাইকে প্রচার করে মৎস্যজীবীদের ফিরে আসার কথা বলা হয়েছে। চলতি বছরের বেশিরভাগ সময় এই আবহাওয়া খারাপের সতর্কতা থাকায় মৎস্যজীবীদের খুবই অসুবিধা হয়েছে। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে আবীর ভুঁইয়া এমনটাই জানিয়েছেন।
আবহাওয়া দফতর থেকে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।
আরও পড়ুনঃ সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
এছাড়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি একই জায়গায় ছিল। সেটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। এর প্রভাবে মঙ্গল ও বুধবার উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই জন্য আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে রাস পূর্ণিমা পর্যন্ত ইলিশ ধরার সময় থাকে। শেষবারেও ইলিশ ছাড়াই মৎস্যজীবীদের খালি হাতে ফিরতে হল। একথা জানিয়েছেন যুবরাজ সর্দার নামের এক মাঝি। তিনি জানিয়েছেন, এই বছর আর ইলিশ পাওয়া যাবে না। পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। ফলে কিছুটা আশাহত মৎস্যজীবীরা‌।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ilish Fish: ইলিশ নিয়ে খারাপ খবর! মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় ফের নিষেধাজ্ঞা, রুপোলি শস্যের আশা এই বছরের মতো শেষ
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement