1 Crore Job Offer: বছরে ১ কোটি ৬৮ লক্ষ টাকা বেতন! কেরিয়ারের শুরুতেই IIT'র ছাত্রের দুরন্ত চাকরির অফার
- Published by:Pooja Basu
- local18
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
IIT Kharagpur Job Offer High Salary: IIT প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনই ১৯টি আন্তর্জাতিক সংস্থার তরফে ১২১ জন পড়ুয়াকে অফার দেওয়া হয়েছে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী পেয়েছেন বছরে ১ কোটি (CTC) টাকার চাকরির অফার
পশ্চিম মেদিনীপুর: ভারতবর্ষের প্রযুক্তি বিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা থেকে দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় মোটা অংকের বেতনের চাকরি পেলেন প্রায় ৭০০ জন। প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনই কোটি টাকার চাকরি ৬ জনের।গুগল, অ্যাপেল, মাইক্রোসফট সহ বিভিন্ন নামীদামি সংস্থায় চাকরি পেলেন অনেকেই। IIT খড়্গপুরের ৭০০ পড়ুয়াকে পেলেন বড়সড় অফার।
প্লেসমেন্ট ড্রাইভ, অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ- ২০২৩ এর প্রথম দিনই ১৯টি আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন নামকরা সংস্থায় চাকরির সুযোগ পেলেন আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা। এর মধ্যে ৬ জন পেলেন বছরে কোটি টাকার চাকরির অফার। সর্বোচ্চ ১ কোটি ৬৮ লক্ষ (CTC) টাকার অফার পেয়েছেন এক পড়ুয়া। আইআইটি খড়্গপুরের নালন্দা কমপ্লেক্সে এই ‘অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি কনক্লেভ- ২০২৩’ আয়োজিত হয়। কনক্লেভের প্রথম দিন ৬১-টিরও বেশি কোম্পানি আইআইটি খড়্গপুরের প্রায় ৭০০ পড়ুয়াকে চাকরির প্রস্তাব দেয় বলে জানিয়েছেন আইআইটি’র সিডিসি চেয়ারপার্সন অধ্যাপক রাজীব মাইতি।
advertisement
আরও পড়ুনমদের নেশায় ডুবেছিলেন, বউয়ের টাকায় চলত সংসার! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলি অভিনেতা
তিনি এও জানিয়েছেন, সফ্টওয়্যার, অ্যানালিটিক্স, ফিনান্স-ব্যাংকিং, কনসাল্টিং এবং কোর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যথাক্রমে Apple, Arthur D.Little, Da Vinci, Capital One, DE Shaw-এর তরফে দেওয়া হয়েছে প্রি-প্লেসমেন্ট অফার। এছাড়াও, EXL Services, Glean, Google, Graviton, Microsoft, Mckinsey, Quantbox, Databricks, Square point, TSM, Palo Alto সহ আরও অনেক কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। প্রযুক্তি বিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়গপুর।
advertisement
advertisement
এই প্রতিষ্ঠান থেকেই বছরে বহু মেধা তৈরি হয়। দেশের বা আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রভাব বিস্তার করে আইআইটি প্রাক্তনীরা। প্লেসমেন্ট ড্রাইভের প্রথম দিনই ১৯টি আন্তর্জাতিক সংস্থার তরফে ১২১ জন পড়ুয়াকে অফার দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী পেয়েছেন বছরে ১ কোটি (CTC) টাকার চাকরির অফার। সর্বোচ্চ অফার বছরে ১ কোটি ৬৮ লক্ষ টাকার বলে জানানো হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে।
advertisement
আরও পড়ুনমারাত্মক! সস্তার এই বাদামে দম বন্ধ হয়ে যমে-মানুষে টানাটানি শুরু হতে পারে, না জেনে খেলে বিপদ
আইআইটি খড়্গপুরের ডাইরেক্টরের অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি মন্তব্য করেন, বর্তমান সময়ের নিরিখে আইআইটি খড়্গপুরের এই সাফল্য যে সত্যিই গর্ব করার মত।
রঞ্জন চন্দ
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 03, 2023 2:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
1 Crore Job Offer: বছরে ১ কোটি ৬৮ লক্ষ টাকা বেতন! কেরিয়ারের শুরুতেই IIT'র ছাত্রের দুরন্ত চাকরির অফার