Hooghly News: শখের বশে পুতুল গড়তে গিয়ে ঠাকুর গড়া! সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রতিমা ‌যাচ্ছে বিদেশ

Last Updated:

শখের বশে খড়ের ওপরে কাদা লেপে পুতুল বানানো শুরু করেছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ করে, কলকাতা, টালিগঞ্জ, হাওড়া এমনকি দুবাইতেও পাড়ি দিয়েছে সায়নের হাতের তৈরি প্রতিমা।

+
নিজের

নিজের হাতে ঠাকুর বানিয়েছে সায়ন জানা

হুগলি: শখের বশে খড়ের ওপরে কাদা লেপে পুতুল বানানো শুরু করেছিলেন, আস্তে আস্তে সেই পুতুল কখন প্রতিমার রূপ নিয়েছে তা নিজেই ভাবতে পারেনি বছর সতেরোর সায়ন। নিজের হাতে ঠাকুর বানিয়ে নিজেই বাড়িতে পুজো করেন তারকেশ্বর থানার কেশবচক অঞ্চলের সায়ন জানা। শুধু লক্ষ্মী ঠাকুর নয়, দুর্গা কালী সমস্ত দেব দেবীর মূর্তি তৈরি হচ্ছে তার নিজের হাতে।
ছোট থেকেই বাড়ির পাশে পটুয়াপাড়ায় প্রতিদিন যাতায়াত ছিল সায়নের। সেখান থেকেই মৃৎশিল্পীদের সঙ্গে থেকে তাদের কাজ দেখে নিজে বাড়িতে চেষ্টা করেন ঠাকুর বানানোর। বিগত বছর চারেক ধরে নিজেই বাড়িতে ঠাকুর বানাচ্ছেন বছর ১৮-র সায়ন জানা। লক্ষ্মী পুজোর দিন নিজের হাতে বানানো লক্ষী ঠাকুরকেই বাড়ির লোক পুজো করেন। বর্তমানে সায়ন উচ্চ মাধ্যমিক পাস করে ক্যাড ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন সায়ন। অবসরে পাড়ার খুদে বাচ্চাদের আঁকা শেখানোর দায়িত্ব তার কাঁধে। সায়নের বাবা একজন সাধারন কৃষক ও মা গৃহবধূ।
advertisement
advertisement
মধ্যবিত্তের সংসারে যে কোনো ভাবে দিন গুজারান হয়ে গেলেও স্বপ্ন দেখা বন্ধ করেনি সায়ন। বিগত চার বছর ধরে তার হাতের তৈরি প্রতিমা খ্যাতি অর্জন করেছে জেলা তথা রাজ্যের বাইরেও। এই বছর দুর্গা পুজোয় সায়নের হাতের তৈরি মিনিয়েচার দুর্গা ঠাকুরের চাহিদা ছিল ব্যাপক। সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ করে, কলকাতা, টালিগঞ্জ, হাওড়া এমনকি দেশের বাইরে দুবাইতেও পাড়ি দিয়েছে সায়নের হাতের তৈরি দুর্গা প্রতিমা। ছেলের এই প্রতিভায় গর্বিত পরিবার পরিজন থেকে এলাকার মানুষজন সকলেই।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শখের বশে পুতুল গড়তে গিয়ে ঠাকুর গড়া! সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রতিমা ‌যাচ্ছে বিদেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement