South 24 Parganas News: একাধিক বাল্যবিবাহ ও পাচার রুখে বাস্তবের 'হিরো' ঢোলাহাট থানার আইসি

Last Updated:

ঢোলাহাট থানায় আসার পর প্রায় ২২০ টির মত বাল্যবিবাহ বন্ধ করেছেন, ১৯১টি পাচার কেসের নিষ্পত্তি করেছেন আইসি কৌশিক নাগ।

+
আইসি

আইসি কৌশিক নাগ

ঢোলাহাট: একাধিক বাল্যবিবাহ ও পাচার রুখে বাস্তবের ‘হিরো’ হলেন ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ। ঢোলাহাট থানায় আসার পর প্রায় ২২০ টির মত বাল্যবিবাহ বন্ধ করেছেন তিনি। সেজন্য তাঁকে পুলিশ ব্রেভারি অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।
জানা গিয়েছে ২০০৪ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন কৌশিক নাগ। ২০২১ সালে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক হন তিনি। অপহরণ, পকসো, বাল্যবিবাহ পাচার সহ মোট ২১৩ টি কেসের নিয়ে তিনি কাজ করেছেন। তার মধ্যে ১৯১ কেসের নিষ্পত্তি করেছেন তিনি।
২২০ টির বেশি বাল্যবিবাহ রুখে দিয়েছেন তিনি। এই পুরস্কারে গর্বিত সুন্দরবন পুলিশ জেলা।
advertisement
advertisement
আরও পড়ুন: নদীর পাড়, নবাবি ইতিহাস! বছর শেষের ছুটির আদর্শ ঠিকানা, বাড়ির কাছেই আছে এই জায়গা, ঘুরে আসুন
সুন্দরবন এলাকায় আগে প্রচুর পরিমাণে ট্রাফিকিং হত, সেগুলি রুখতে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা এলাকার স্কুলগুলিতে প্রতিনিয়ত স্বয়ংসিদ্ধা কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীদের সচেতন করা হয়। বাল্যবিবাহ এবং শিশু পাচারের মত ঘটনায় দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি তৎপরতার সঙ্গে শিশু কিংবা নাবালিকাকে উদ্ধার করে তাদের সুরক্ষিতভাবে পরিবারের হাতে তুলেও দেওয়া হয় পুলিশের তরফে। সেই কাজটিই নিরন্তরভাবে করে চলেছেন ঢোলাহাট থানার আইসি।
advertisement
আরও পড়ুন: গ্যাস বুক না করেই ঢুকছে সাবসিডির টাকা! অবাক কান্ড বারুইপুরে
তাঁর এই সাফল্যে খুশি সুন্দরবন পুলিশ জেলার পুলিশকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন। নিজের কর্মজীবনের বাকি দিনগুলিতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে এই পুরষ্কার একথা জানিয়েছেন ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ। ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য সকলেও তাঁর সাফল্য কামনা করেছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন দেখার আগামীতে আরও কতগুলি বাল্যবিবাহ তিনি রোধ করেন।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: একাধিক বাল্যবিবাহ ও পাচার রুখে বাস্তবের 'হিরো' ঢোলাহাট থানার আইসি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement