Vegetable Garden: শত কাজের ফাঁকে যা করছেন! থানার আইসি'র কাণ্ড দেখলে অবাক হবেন

Last Updated:

Vegetable Garden: থানার দায়িত্ব মানে কম বড় বিষয় নয়। সারাদিনের কাজের ব্যস্ততা সামলে সময় পেলেই সবজি বাগানের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। এই সবজি বাগান থেকে প্রাপ্ত সবজি দিয়ে রান্নাও হয় পুলিশ ক্যান্টিনে

+
আইসি

আইসি বিশ্ববন্ধু চট্টরাজ

পূর্ব বর্ধমান: এই পুলিশ অফিসারের কর্মকাণ্ড দেখলে ভাল লাগবে সকলের। হাজার কাজে ব্যস্ত থেকেও তিনি যা করে দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। পূর্বস্থলী-১ ব্লকের মধ্যেই রয়েছে নাদনঘাট থানা। বর্তমানে এই নাদনঘাট থানায় আইসি পদে রয়েছেন বিশ্ববন্ধু চট্টরাজ। সেই তিনিই করে দেখিয়েছেন এক দারুন কাজ। থানার অব্যবহৃত জায়গায় সবজি চাষ করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে।
থানার দায়িত্ব মানে কম বড় বিষয় নয়। সারাদিনের কাজের ব্যস্ততা সামলে সময় পেলেই সবজি বাগানের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। এই সবজি বাগান থেকে প্রাপ্ত সবজি দিয়ে রান্নাও হয় পুলিশ ক্যান্টিনে। বিশ্ববন্ধুবাবু কখনও গাছের গোড়ায় মাটি দেন, আবার কখনও ছেটান জৈব সার।
advertisement
advertisement
এই বিষয়ে আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানিয়েছেন, থানার সামান্য জায়গা ছিল যেটা ফাঁকা অবস্থায় পড়েছিল। চাষবাসে আমার ব্যক্তিগত আগ্রহ আছে , আমি এটা পছন্দ করি। ওটা একটা অনুর্বর জমি ছিল, যেখানে চাষবাস কিছুই হত না। সেখানে আমি চেষ্টা করেছি, কিছু জিনিস হয়েছে। এটা খুবই আনন্দের বিষয় যে এটা আমরা করতে পেরেছি ওই জায়গায়।
advertisement
নাদনঘাট থানার পিছনে বেশ কয়েক কাঠা জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই জায়গা ব্যবহার হত না বললেই চলে। আর ওই জায়গার জমির মাটি ছিল অত্যন্ত অনুর্বর। থানায় আইসি হয়ে আসার পরই ওই জমি নজরে আসে বিশ্ববন্ধুবাবুর। তারপরই তিনি মনস্থির করেন, ওই জায়গাতেই চাষ করবেন। ফলে যেমন ভাবনা তেমন কাজ। ব্যক্তিগত উদ্যোগে মাটি শোধনও করেন তিনি। চাষ করার জন্য কৃষি দফতরেরও পরামর্শ নিয়েছিলেন।
advertisement
মাটি শোধনের পর থানার কর্মীদের সহযোগিতায় বিভিন্ন সবজির চারা, বীজ রোপণ করেন। মাস খানেকের মধ্যেই থানার অব্যবহৃত জায়গা পরিণত হয় একটি সবজি বাগানে। বর্তমানে নাদনঘাট থানার ওই সবজি বাগানে ফলেছে বেগুন, ডাঁটা, ঢ্যাঁড়শ, পুদিনা সহ আরও নানান সবজি।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable Garden: শত কাজের ফাঁকে যা করছেন! থানার আইসি'র কাণ্ড দেখলে অবাক হবেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement