#চন্দ্রকোনা: এক চিতায় জ্বলল স্বামী স্ত্রী। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল স্বামীর৷ স্বামী মৃত্যুর কথা শুনেই শোকে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী,তাতেই মাথায় চোট পেয়ে গুরুতর অহত হলে হসপাতালে ভর্তী করা হলেও মৃত্যু হয় তাঁর। এরপরই স্বামী, স্ত্রীর দুই মৃতদেহ এনে একসঙ্গে দাহ করে স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে চন্দ্রকোনার থানার জগন্নাথ পুর গ্রামের।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিমাই জানা (৫০)৷ সোমবার রাত্রি ৮টা নাগাদ বাঁকা জগন্নাথপুর এলাকার পায়ে হেঁটে রাজ্যসড়ক পেরিয়ে বাড়ি যাওয়ার সময় দ্রুত বেগে একটি মোটর বাইক এসে ধাক্কা মারে তাকে৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ভর্তি করে চন্দ্রকোনা গ্রামীণ হসপাতালে৷ পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সোমবার রাতেই তিনি মারা যান৷
স্বামীর মৃত্যুর খবর শুনেই নিমাইবাবু স্ত্রী, মেনকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ তাকে ঘাটাল হাসপাতাল ভর্তী করা হলে মঙ্গলবার সন্ধে নাগাদ তিনি মার যান। মৃতদের ছেলে বিশ্বজিৎ জানা বলেন, আমি পুলিশের কাছে দাবি জানিয়েছি পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করুক। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।