বিবাহ বিচ্ছেদের মামলা করায় স্ত্রীকে গুলি করে খুন স্বামীর
Last Updated:
বিবাহবিচ্ছেদের মামলা করায় আক্রোশে বাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করে খুন। তরুণীর বাবা-মাকেও লোহার রড দিয়ে মারধর। হুগলির কোন্নগরের অলিম্পিক মাঠ এলাকার ঘটনায় চাঞ্চল্য। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
#কোন্নগর: বিবাহ বিচ্ছেদের মামলা করায় আক্রোশে বাড়িতে ঢুকে স্ত্রীকে গুলি করে খুন। তরুণীর বাবা-মাকেও লোহার রড দিয়ে মারধর। হুগলির কোন্নগরের অলিম্পিক মাঠ এলাকার ঘটনায় চাঞ্চল্য। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
কোন্নগরের শুভলক্ষ্মীর ছোটবেলা থেকেই প্রেম এলাকারই বাসিন্দা সুলতান আলির সঙ্গে। ২০১৪-য় শুভলক্ষ্মীর বাড়ির অমতে রেজিস্ট্রি করে বিয়েও করেন দু'জনে। কিন্তু অশান্তির সূত্রপাত তারপরেই। আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন শুভলক্ষ্মী। গত মাসেই সেই মামলার শুনানি হয়। অভিযোগ, কয়েকদিন ধরেই শুভলক্ষ্মীর বাড়িতে এসে হুমকি দিতেন সুলতান। পরিস্থিতি চরম আকার নিল বৃহস্পতিবার।
advertisement
advertisement
সন্ধে সাড়ে সাতটা নাগাদ কোন্নগরের অলিম্পিক মাঠ এলাকায় শুভলক্ষ্মীর বাড়িতে ঢুকে স্ত্রীর উপর চড়াও হয় সুলতান।
প্রথমে রিভলভারের বাট দিয়ে পরপর শুভলক্ষ্মীর মাথায় আঘাত। বাধা দিতে এলে শুভলক্ষ্মীর বাবা-মায়ের উপরেও হামলা চালায় সুলতান।
তাদের লোহার রড দিয়ে মারধর করে। পরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভলক্ষ্মীকে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কোন্নগর পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়রের একমাত্র কন্যার। ।
advertisement
হামলার পরেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। গুলির আওয়াজ শুনে ছুটে আসেন আত্মীয়-প্রতিবেশীরা। কোনওমতে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত সুলতান আলিকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
আত্মীয়দের দাবি, সুলতানের সঙ্গে বিষিয়ে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন বছর ৩৬-এর শুভলক্ষ্মী। আর সেই আক্রোশ থেকেই খুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2018 8:31 AM IST