#উত্তর ২৪পরগনা: সোদপুর স্টেশনে শীলতাহানির চেষ্টা। গতকাল রাত ১১টা নাগাদ নৈহাটী মাদ্রালের বাসিন্দা এক দম্পতি দমদমের আত্মীয়ার বাড়ি থেকে ফেরার পথে দুজনের মধ্যে কথাকাটাটি শুরু হয় ৷ সোদপুর স্টেশনে তারা ট্রেন থেকে নেমে যায় ৷ ট্রেন থেকে নেমে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতেই থাকে ৷ এর মধ্যে হঠাৎ জনা সাতেক যুবক হাজির হয় ৷
আরও পড়ুন বিমানে এসি বিকল হয়ে ধোঁয়া, ফেরানো হল কলকাতা-বাগডোগরা বিমান
তারা গৃহবধূ ও তার স্বামীকে মারধর শুরু করে স্টেশনের মধ্যেই ৷ কিছু বুঝে ওঠার আগেই গৃহবধুর স্বামীকে টেনে নিয়ে মারধর চালায় তারা ৷ গ্রহবধূকে স্টেশনের পাশেই এক জঙ্গলে ধর্ষনের চেষ্টা করে যুবকরা ৷ এমনটা অভিযোগ দম্পতির ৷ এরপর দমদম জিআরপিতে শীলতাহানির অভিযোগ দায়ের করেছে ওই দম্পতি ৷
আরও পড়ুন নিম্ন ও মধ্যবিত্তদের সস্তায় ফ্ল্যাট দেবে রাজ্য় সরকার, চালু হচ্ছে ‘নিজশ্রী' প্রকল্প
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Incident, Local news, South bengal news, Woman harrasment