"মা-বাবা দোষ করেছিল, তাই মেরে দিয়েছি!" খুনে অভিযুক্ত হুমায়ুনকে সামলাচ্ছেন ১২ জন পুলিশ

Last Updated:

আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন জানায়, 'মা-বাবা দোষ করেছিল",তাই সে খুন করেছে বাবা মাকে।

কড়া নজরদারি, মেমারি থানার হেফাজতে হুমায়ুন
কড়া নজরদারি, মেমারি থানার হেফাজতে হুমায়ুন
পূর্ব বর্ধমান: হুমায়ুনকে সাতদিনের হেফাজতে নিল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। তার ওপর নজরদারির জন্য মেমারি থানায় নেওয়া হল বিশেষ ব্যবস্থা। মোট বারো জন পুলিশ কর্মী এ কদিন তার ওপর নজর রাখবে। তার মধ্যে দুজন সর্বক্ষণ লক আপের বাইরে থেকে তার ওপর নজরদারি চালাবে। বনগাঁ থানায় বারে বারেই ভয়ঙ্কর হতে দেখা গিয়েছে হুমায়ুনকে। জেরায় পছন্দের প্রশ্ন না হলেই তদন্তকারী পুলিশ অফিসারদের ওপর হামলা চালিয়েছে হুমায়ুন। সে সব দিক বিচার বিবেচনা করেই তার ওপর কড়া নজরদারির পরিকল্পনা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
বাবা-মাকে নৃশংসভাবে খুন করার পর এখনও অনুশোচনা নেই অভিযুক্ত হুমায়ুনের মধ্যে। বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয় তাকে। আদালতে একেবারেই স্বাভাবিক ছিল সে। মেমারির প্রৌঢ় দম্পত্তি খুনের ঘটনায় মৃত দম্পত্তির ছেলে হুমায়ুন কবির ওরফে আশিককে নিজেদের হেফাজতে নিতে চেয়ে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। এদিন সাত সকালেই দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বর্ধমান আদালতে নিয়ে আসা হয় মা-বাবাকে খুনে অভিযুক্ত হুমায়ুন কবিরকে। শ্যোন অ্যারেস্টের আবেদনের ভিত্তিতে মেমারি থানার পুলিশ তাকে বর্ধমান আদালতে পেশ করে।
advertisement
advertisement
আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন জানায়, ‘মা-বাবা দোষ করেছিল”,তাই সে খুন করেছে বাবা মাকে। মেমারিতে বাবা-মা কে খুনের পর সড়ক পথে বনগাঁ চলে গিয়েছিল হুমায়ুন। তার আগে বাবা মা’র মৃতদেহ ঘর থেকে টেনে রাস্তায় নিয়ে গিয়ে রাখে সে। এরপর হাঁটা পথে, পণ্যবাহী ট্রাকে চেপে সে বনগাঁয় পৌঁছয়।  সেদিন সন্ধ্যায় বনগাঁর একটি এতিমখানায় তাণ্ডব চালায় সে। ছুরিকাহত হন বেশ কয়েকজন। এরপরই বনগাঁ থানা হুমায়ুনকে গ্রেফতার করে এবং নিজেদের হেফাজতে নেয়। একইসঙ্গে মেমারি থানাও জোড়া খুনের তদন্তের স্বার্থে আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করে।আদালত আবেদন মঞ্জুর করলে সেই আবেদনের ভিত্তিতে মেমারি থানার পুলিশ হুমায়ুনকে বর্ধমান আদালতে পেশ করে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
"মা-বাবা দোষ করেছিল, তাই মেরে দিয়েছি!" খুনে অভিযুক্ত হুমায়ুনকে সামলাচ্ছেন ১২ জন পুলিশ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement