Humanity of Police: আবারও মানবিক ভূমিকায় পুলিশ, রক্ষা পেল প্রাণ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Humanity of Police: কৈচর ফাঁড়ির বড়বাবু শেখ শরিফুল এবং অন্যান্য পুলিশ কর্মীরা এই মানবিকতার নজির তৈরি করেন। তাঁদের এই ভূমিকা দেখে খুশি হয়েছেন সকলে
পূর্ব বর্ধমান: সচরাচর জনসাধারণের কাছে ধরা পড়ে পুলিশের কঠিন রূপ। তবে এবার এক অন্য ভূমিকায় দেখা গেল পুলিশ কর্মীদের। পুলিশের এই মানবিক রূপ দেখে প্রসংশা করছেন সকলেই। ফের পূর্ব বর্ধমান জেলা পুলিশের ধরা পড়ল এক মানবিক রূপ। এক অসুস্থ ভবঘুরেকে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করলেন পুলিশ কর্মীরা।
পূর্ব বর্ধমানের কৈচর ফাঁড়ির বড়বাবু শেখ শরিফুল এবং অন্যান্য পুলিশ কর্মীরা এই মানবিকতার নজির তৈরি করেন। তাঁদের এই ভূমিকা দেখে খুশি হয়েছেন সকলে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভাল্যগ্রাম অঞ্চলের শ্যামবাজার এলাকায় অসুস্থ অবস্থায় পড়েছিল এক ভবঘুরে। সেই খবর পৌঁছয় কৈচর ফাঁড়ির পুলিশ কর্মীদের কাছে। স্থানীয়রা সেই খবর পৌঁছে দেন পুলিশের কাছে। এরপর তড়িঘড়ি পুলিশ কর্মীরা সেই খবর জানান কৈচর ফাঁড়ির বড়বাবু শেখ শরিফুলকে। পরবর্তীতে বড়বাবু নিজে ওই ব্যক্তির জন্য গাড়ি পাঠান এবং তাঁর চিকিৎসার বন্দোবস্ত করেন।
advertisement
আরও পড়ুন: সপ্তাহ শেষে ঘুরে দেখুন তরুণ বিপ্লবীর জন্মভিটে
advertisement
এই সমগ্র ঘটনা প্রসঙ্গে কৈচর ফাঁড়ির বড়বাবু শেখ শরিফুল জানান, এর আগেও এই ধরনের কাজ আমরা করেছি। এটা এমন কিছু নয়। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সকলেরই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। রাস্তাঘাটে সকলকে সচেতন থাকতে হবে সবসময়।
advertisement
জানা গিয়েছে, অসুস্থ ওই ভবঘুরের বয়স ৬০ বছরের কাছাকাছি। পুলিশ কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় মঙ্গলকোট হাসপাতালে নিয়ে যান। মঙ্গলকোট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে ওই ভবঘুরে মঙ্গলকোট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর নাম বা পরিচয় জানা যায়নি।
পূর্ব বর্ধমান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2024 5:22 PM IST