Snake: বিরাট ময়াল সাপ, উঁকি মারছিল গাছের উপর থেকে! বন দফতর যেভাবে উদ্ধার করল, শুনলে অবাক হবেন

Last Updated:

Python Snake- অজগরের আতঙ্কে তোলপাড় খাতড়ার মুড়াগ্রাম। বাঁকুড়ার খাতড়া থানার মুড়াগ্রাম গ্রামে মঙ্গলবার রাতে দেখা মিলল এক বিরাট ইন্ডিয়ান রক পাইথনের যাকে বলা হয় ময়াল সাপ।

+
রক

রক পাইথন ( প্রতিকী ছবি)

খাতড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: অজগরের আতঙ্কে তোলপাড় খাতড়ার মুড়াগ্রাম। বাঁকুড়ার খাতড়া থানার মুড়াগ্রাম গ্রামে মঙ্গলবার রাতে দেখা মিলল এক বিরাট ইন্ডিয়ান রক পাইথনের যাকে বলা হয় ময়াল সাপ। এই সাপ পৃথিবীর অন্যতম বৃহত্তম আদিম সাপ। এদের বিষ থাকে না। এরা শিকারকে জোরে পেঁচিয়ে তার দম বন্ধ করে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে।
শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে। এরা মৃত প্রাণী খায় না। এদিন রাতে হঠাৎ খাতড়া থেকে আড়কামা যাতায়াতের রাস্তায় মুড়াগ্রাম ঢোকার মুখে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটি প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছে উঠে যায়। ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আশপাশের গ্রাম থেকেও ভিড় জমে যায় সাপটিকে এক নজর দেখার জন্য। সাপটি উদ্ধারের জন্য খবর পেয়ে খাতড়া বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সাপটি গাছে উঠে থাকার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয় তাঁদের। চারপাশে ভিড় ও কোলাহলের মধ্যেই শেষ পর্যন্ত গাছ কেটে সাপটিকে নামিয়ে আনেন স্থানীয় বাসিন্দা সহ বনকর্মীরা। পরে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- মাছের ফাঁদে আটকে গেল ৬ ফুট লম্বা কেউটে! তারপর যা হল, দেখলে বিশ্বাস হবে না
স্থানীয়দের অনুমান, সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। এলাকাবাসী জানিয়েছেন, ছোটখাট সাপ মাঝে মধ্যে দেখা গেলেও এত বড় সাপ এর আগে তাঁরা দেখেননি। বন দফতরের সূত্রে জানা গেছে, বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর অজগরটিকে রাতেই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: বিরাট ময়াল সাপ, উঁকি মারছিল গাছের উপর থেকে! বন দফতর যেভাবে উদ্ধার করল, শুনলে অবাক হবেন
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement