শিবের মাথায় জল ঢালতে ভিড় উপচে পড়ল বীরভূমের বক্রেশ্বর শিবমন্দিরে !

Last Updated:

ভোর পাঁচটা থেকেই এই মন্দিরের বাইরে লাইন পড়েছে পূণ্যার্থীদের।

#বীরভূম: শিবরাত্রির দিনে সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরে। ভোর পাঁচটা থেকেই এই মন্দিরের বাইরে লাইন পড়েছে পূণ্যার্থীদের। প্রত্যেকেই বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ এর জলে স্নান করে এসে মন্দিরে পুজো দিচ্ছেন এবং এখানকার শিবের মাথায় জল ঢালছেন।
বক্রেশ্বর আবার সতীপীঠও। মায়ের দুই ভুরুর মাঝখানের মন পড়ে ছিল এখানে। আজকের দিনে শিবের মাথায় জল ঢেলে অনেকেই সতীপিঠে মাকে পুজো দেন পুণ্যার্থীরা। অন্যান্য দিন এই মন্দিরে পায়েসের ভোগ হলেও শুধুমাত্র আজকের দিনের জন্য সন্দেশ ভোগ হয় বক্রেশ্বর শিব মন্দিরে। যেহেতু প্রচুর মানুষের আগমন ঘটবে আজ সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে,  বক্রেশ্বরের প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
advertisement
যেহেতু শিবরাত্রি শুরু হচ্ছে বিকাল থেকে সেজন্য রাতে বেশি ভিড় বাড়বে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। শিবরাত্রি উপলক্ষে এখানে মেলাও বসেছে। শুধু বক্রেশ্বর শিব মন্দির নয় আশেপাশের যে ছোট ছোট মন্দির রয়েছে আশ্রম রয়েছে সেগুলি তো বসেছে হরিনাম সংকীর্তন এর আসর। তবে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে মাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রেখেছে বীরভূম জেলা প্রশাসন।
advertisement
advertisement
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিবের মাথায় জল ঢালতে ভিড় উপচে পড়ল বীরভূমের বক্রেশ্বর শিবমন্দিরে !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement