Burdwan University: চক্ষু চড়কগাছ সকলের! ব্যাঙ্ক থেকে গায়েব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ২ কোটি টাকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Burdwan University: অভিযোগ, আধিকারিকদের সই জাল করে ফিক্সড ডিপোজিটের টাকা গায়েব করে দেওয়া হয়েছে। গায়েব এক কোটি ৯৩ লক্ষ টাকা। এই ঘটনা জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে জোর আলোড়ন তৈরি হয়েছে
বর্ধমান: ব্যাঙ্ক থেকে গায়েব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশাল অঙ্কের টাকা। অভিযোগ, প্রায় দু’ কোটি টাকা গায়েব হয়ে গিয়ে ওই টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। অভিযোগ, আধিকারিকদের সই জাল করে ফিক্সড ডিপোজিটের টাকা গায়েব করে দেওয়া হয়েছে। গায়েব এক কোটি ৯৩ লক্ষ টাকা। এই ঘটনা জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে জোর আলোড়ন তৈরি হয়েছে।
কয়েক দিন আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সাড়ে ২১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ভাঙানোর চেষ্টা হয়। ওই ঘটনায় এক অস্থায়ী কর্মীকে বরখাস্ত ও অন্য এক কর্মীকে শো কজ করা হয়েছে। এরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের টাকা থাকা ব্যাঙ্কগুলিকে প্রিম্যাচিওর ফিক্সড ডিপোজিট যাতে ভাঙা না হয় তা জানানো হয়।
advertisement
আরও পড়ুন : টাটকা ছানা, চিনি, গুড়ের পাকে তৈরি মন্ডা মিঠাই দেশের মন জয় করে পাড়ি দিচ্ছে বিদেশেও
তাতেই জানা যায় শহরের জেলখানা মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে প্রায় দু’ কোটি টাকা গায়েব হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার ও রেজিস্ট্রারের সই জাল করে ওই টাকা ২০২২ সালে তুলে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ফিক্সড ডিপোজিটের ওই টাকা কখনোই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তোলা যাবে না বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বলা হয়েছিল, মেয়াদ পেরিয়ে গেলে ওই ফিক্সড ডিপোজিট অটো রিনিউ হবে। টাকা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাকাউন্টে জমা পড়বে। তা সত্বেও কেন প্রিম্যাচিওর্ড ওই ফিক্সড ডিপোজিট ব্যাঙ্ক ভাঙাতে দিল, কেন কোনও ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়ল তা বোঝা যাচ্ছে না।
advertisement
advertisement
ফিক্সড ডিপোজিটের মোটা টাকা গায়েব হয়ে গেলেও কেন বিশ্ববিদ্যালয় এখনও পুলিশে লিখিত অভিযোগ করেনি তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই টাকা গায়েবের কথা স্বীকার করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্ম সচিব সুজিত কুমার চৌধুরী বলেন, খুব তাড়াতাড়ি এ ব্যাপারে পুলিশে এফ আই আর করা হবে। তিনি জানান, কয়েক দিন আগে সাড়ে একুশ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট ভাঙানোর চেষ্টা হচ্ছিল। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মীকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে এক অস্থায়ী কর্মী ছিলেন। তাকে বরখাস্ত করা হয়েছে। আর এক কর্মীর বাড়িতে শো কজের নোটিশ দেওয়া হয়েছে। ওই ঘটনার পর খোঁজ নিতে গিয়েই এই টাকা গায়েবের বিষয়টি সামনে আসে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 2:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan University: চক্ষু চড়কগাছ সকলের! ব্যাঙ্ক থেকে গায়েব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ২ কোটি টাকা