Bengali Monda Mithai: টাটকা ছানা, চিনি, গুড়ের পাকে তৈরি মন্ডা মিঠাই দেশের মন জয় করে পাড়ি দিচ্ছে বিদেশেও 

Last Updated:

Bengali Monda Mithai: চাইলে আপনারাও এই মন্ডার স্বাদ একবার হলেও চেখে দেখতে পারেন । মন্ডার স্বাদে মন ভরবে সকলেরই

+
মন্ডা

মন্ডা তৈরি হচ্ছে দোকানে 

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান:  শুধুমাত্র বাংলাতেই নয়, বাংলার বাইরেও কিন্তু যথেষ্ট জনপ্রিয় বাংলার মিষ্টি। আর বাংলার সেই মিষ্টি মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমান জেলা। এই জেলার সীতাভোগ-মিহিদানার খ্যাতি যেমন ছড়িয়ে পড়েছে সারা দেশ জুড়ে । ঠিক তেমনই পূর্ব বর্ধমানের নিগনের মন্ডার জনপ্রিয়তাও বর্তমানে তুঙ্গে। এই প্রসঙ্গে নিগনের দত্ত সুইটস দোকানের কর্ণধার উৎপল দত্ত বলেন , “পূর্বপুরুষদের আমল থেকেই এখানকার মন্ডা বিখ্যাত। এখানে ৫ টাকা ও ১০ টাকার স্পেশাল মন্ডা পাওয়া যায় । যে মন্ডা তৈরি হয়, তা টাটকা ছানা দিয়ে তৈরি হয় । গুণমান ভাল হওয়ার কারণেই সকলে বেশি পছন্দ করেন । দেশের নানা অংশ এবং ভারতবর্ষের বাইরেও এই মন্ডা গিয়েছে ।”
পূর্ব বর্ধমানের তৈরি এই মন্ডার স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মিষ্টিপ্রেমীরা । আর এই বিপুল পরিমাণ চাহিদার জোগান দিতে দৈনিক প্রায় ৪০ থেকে ৫০ কেজি ছানার মন্ডা তৈরি করেন এখানকার মিষ্টি ব্যবসায়ীরা । তবে এখানকার মন্ডা তৈরির বিশেষ কিছু পদ্ধতি আছে । এই বিষয়ে মিষ্টি দোকানে কর্মরত এক কর্মচারী বলেন , ” প্রথমে ছানা, চিনি এবং গুড়ের পাটালি একসঙ্গে কড়াইয়ে দিয়ে গরম করে ঘেঁটে নেওয়া হয় । তারপর তা অল্প ঠান্ডা করে বিশেষ পদ্ধতিতে মন্ডা তৈরি করা হয় । “
advertisement
আরও পড়ুন : অর্শ, রক্তাল্পতায় কষ্ট পাচ্ছেন? আপনার সমস্যার সমাধান এঁচোড়! জানুন এই সবজির অঢেল উপকারিতা
কাটোয়া বর্ধমান রোডে রয়েছে এই নিগন গ্রাম । জানা গিয়েছে, সারাদিন এই কাটোয়া বর্ধমান রোডে যারা যাতায়াত করেন তাঁদের মধ্যে বেশিরভাগ জনই একবার হলেও দাঁড়িয়ে যান এই নিগন বাসস্ট্যান্ডে। এই জায়গায় এসে মন্ডার স্বাদ উপভোগ করেন তাঁরা । অনেকে বাড়ির জন্য আবার আত্মীয় স্বজনের জন্যও এই মন্ডা প্যাকিং করে নিয়ে যান । রীতিমতো মন্ডা কেনার জন্য দোকানে সবসময় ভিড় লেগেই থাকে । নিগনের মন্ডার চাহিদা যেন সত্যিই তুঙ্গে । এই প্রসঙ্গে এক ক্রেতা বলেন , তিনি এখান থেকেই মন্ডা খান । তাঁর কথায় এখানকার মন্ডা আমেরিকা, আরব পর্যন্ত গিয়েছে । আরও বলেন কর্মচারীরা দীর্ঘ পরিশ্রম করে যে মন্ডা তৈরি করেন তার স্বাদ অসাধারণ।
advertisement
advertisement
চাইলে আপনারাও এই নিগনের মন্ডার স্বাদ একবার হলেও চেখে দেখতে পারেন । মন্ডার স্বাদে মন ভরবে সকলেরই।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengali Monda Mithai: টাটকা ছানা, চিনি, গুড়ের পাকে তৈরি মন্ডা মিঠাই দেশের মন জয় করে পাড়ি দিচ্ছে বিদেশেও 
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement