বিশ্বকর্মা পুজোয় চোখধাঁধানো রঙিন আলোয় উজ্জ্বল বন্দর নগরী, ঠাকুর দেখতে প্যান্ডেলে উপচে পড়া ভিড়
Last Updated:
পুজোর মন্ডপ সজ্জায় রয়েছে থিমের আড়ম্বরও। পুজোর দিনের ভিড় এড়াতে মঙ্গলবার রাত থেকেই ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করেছেন দর্শনার্থীরা।
#হলদিয়া: উপলক্ষ্য বিশ্বকর্মা পুজো। তাতেই সেজে উঠেছে শিল্পনগরী হলদিয়া। বিদেশী শিল্পসংস্থা মিতসুবিশি, হলদিয়া পেট্রোকেমিক্যালস, সাউথ এশিয়ান ধানসেরি, ব্যাটারি কারখানা এক্সাইড থেকে আদানী, ইমামী, হলদিয়া বন্দর। পুজোর আগের রাত থেকেই চোখধাঁধানো রঙিন আলোয় উজ্জ্বল বন্দর নগরী।
পুজোর মন্ডপ সজ্জায় রয়েছে থিমের আড়ম্বরও। পুজোর দিনের ভিড় এড়াতে মঙ্গলবার রাত থেকেই ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করেছেন দর্শনার্থীরা।
মঙ্গলবারও হলদিয়ার বেশ কিছু পুজো উদ্ধোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধোধনে হাজির ছিলেন সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। প্রসঙ্গত, শিল্পশহরের বড় পুজোর আয়োজনের বাজেটের বেশ কিছু অংশ খরচ করা হয়েছে সামাজিক খাতেও।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2019 9:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশ্বকর্মা পুজোয় চোখধাঁধানো রঙিন আলোয় উজ্জ্বল বন্দর নগরী, ঠাকুর দেখতে প্যান্ডেলে উপচে পড়া ভিড়