Asansol By Election: ভোটের আগেই এ কী মিলল আসানসোলে! বাড়ছে আশঙ্কা, কড়া নজর কমিশনের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Asansol By Election: আসানসোল লোকসভা উপনির্বাচনের স্ট্রং রুম পরিদর্শন করলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।
#আসানসোল: আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে নাকা চেকিংয়ের সময় ফের নগদ টাকা উদ্ধার। ৬ লক্ষ ৬৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের SST টিম ও পুলিশ। আসানসোল উত্তর থানার জুবিলি মোড় থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার পাঁচগাছিয়ার সোমনাথ রায় নামে এক ব্যক্তির থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে, আসানসোল লোকসভা উপনির্বাচনের স্ট্রং রুম পরিদর্শন করলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। আসানসোলের দুই নম্বর জাতীয় সড়কের পাশেই এক বেসরকারি কলেজে স্ট্রং রুম তৈরি করেছে নির্বাচন কমিশন। এই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকবে। তার আগেই আজ স্ট্রং রুম পরিদর্শন করা হলো। পাশাপাশি আজ থেকেই আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য কেন্দ্র বাহিনী আসা শুরু হবে তাদেরও থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গায় করা হয়েছে। বাহিনী শহরে এলেই বিভিন্ন এলাকায় রোডমার্চ শুরু করবে কেন্দ্র বাহিনী।
advertisement
advertisement
অপরদিকে, সোমবার সকাল থেকেই আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল রানীগঞ্জ ও জামুরিয়া বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার চালালেন। ঢাক ঢোল পিটিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জমজমাট প্রচার বিজেপি প্রার্থীর। এদিন রানীগঞ্জ ও জামুরিয়া এলাকায় বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ মানুষকে বিজেপিতে ভোট দেবার আবেদন জানান তিনি।
advertisement
অপরদিকে, ২৪ লক্ষ ৩৮ হাজার টাকা সহ এক যুবককে আটক করে বনগাঁ থানার পুলিশের হাতে দিল বিএসএফ। উত্তর ২৪ পরগনা বনগাঁ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্তু সরকার নামে ২৪ বছরের যুবককে শনিবার বিপুল পরিমাণ টাকা সহ আটক করে হরিদাসপুর বি ও পি বিএসএফ। ধৃত যুবককে রবিবার দুপুরে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের পক্ষ থেকে। ধৃত যুবককে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 4:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol By Election: ভোটের আগেই এ কী মিলল আসানসোলে! বাড়ছে আশঙ্কা, কড়া নজর কমিশনের