Howrah News: উধাও হওয়া প্রচুর টাকা ফিরল সুদ সমেত! বাংলার এই পুরসভায় ভুতুড়ে কাণ্ড! শুনলে হাঁ হয়ে থাকবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: কয়েক মাস আগে উধাও হওয়া টাকা সুদ সহ ফিরল অ্যাকাউন্টে! গত কয়েক মাস আগে হঠাৎ টাকা উধাও হয়। ঘটনায় রীতিমত হৈ হৈ কান্ড পড়ে যায়। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভায়।
হাওড়া: কয়েক মাস আগে উধাও হওয়া টাকা সুদ সহ ফিরল অ্যাকাউন্টে! গত কয়েক মাস আগে হঠাৎ টাকা উধাও হয়। ঘটনায় রীতিমত হৈ হৈ কান্ড পড়ে যায়। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভায়।
আরও পড়ুনঃ অবিশ্বাস্য! হাতের নখে দিয়ে পড়ুয়া যা করল! একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না!
পুরসভা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে তাদের জানানো হয় সেই ব্যাঙ্কে থাকা উলুবেড়িয়া পৌরসভার একাউন্ট থেকে নকল চেক মারফত ১৪ লাখ ৬৯ হাজার ৯৭৭ টাকা তুলে নেন প্রতারকরা। এরপরই উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি লালবাজারের সাইবার ক্রাইমেও বিষয়টি জানানো হয়। ই-মেল করে বিষয়টি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কে জানানো হয়। অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয় রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
advertisement
মঙ্গলবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে পৌরসভার যে একাউন্ট থেকে টাকা উধাও হয়েছিল সেই একাউন্টেই সুদসমেত উধাও হওয়া সমস্ত টাকা ফেরানো হয়। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান উলুবেড়িয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রজত মজুমদার। টাকা ফিরে পেলেও এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2024 2:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: উধাও হওয়া প্রচুর টাকা ফিরল সুদ সমেত! বাংলার এই পুরসভায় ভুতুড়ে কাণ্ড! শুনলে হাঁ হয়ে থাকবেন