Howrah News: মাটি ছুঁলেই হয়ে যায় পাথর! অসামান্য দক্ষতা শিক্ষকের, বানান অজন্তা ইলোরা থেকে অনেককিছু
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মাটি হয়ে যাচ্ছে পাথর, অসামান্য দক্ষতা শিক্ষকের
হাওড়া: পাথর নয়, মাটি দিয়ে অজান্তা ইলোরার মূর্তি তৈরি করছেন স্কুল শিক্ষক। এই মূর্তি দেখে বোঝার উপায় পাথর নয় আসলে এগুলো মাটির মূর্তি। মাটির হলেও হুবহু যেন পাথর। যেমন অজন্তা ইলোরা গুহায় পাথর খোদাই করা বিভিন্ন ভাস্কর্য দেখা যায় তেমনই মূর্তি। পাথর খোদাই করে যেভাবে নিখুঁত মূর্তি তৈরি হয়। এই মূর্তি দেখতে অবিকল সেই রকম মূর্তি। তবে এই মূর্তি কঠিন পাথর নয়, এই মূর্তি নরম মাটি পিটিয়ে নানা রূপ দেওয়া হয়েছে। মাটির তৈরি এই মূর্তি দেখতে যেমন পাথরের মত। তেমনই এক একটি মুহূর্তের ওজনও মন্দ নয়। এমনভাবে তৈরি করা হয়েছে ১০-২০ বছর কেটে গেলেও মূর্তির কোনরূপ পরিবর্তন হয় না। এই মাটির মূর্তি দেখে হাতে নিয়েও অনেকেই পাথরের তৈরি মূর্তি বলেই মনে করেন। বিশেষ উপায়ে শুধুমাত্র মাটি ব্যবহার করে এমন শক্তপোক্ত পাথরের ন্যায় মূর্তি বানাচ্ছেন শিক্ষক সুভাষ চন্দ্র জাটি।
হাওড়া জেলার পাঁচলা ব্লকের অন্তর্গত বর্ধিষ্ণু জালালসি গ্রামের স্কুল শিক্ষক সুভাষ চন্দ্র জাটি। ছাত্র বয়সে এক স্কুল শিক্ষকের কাছে প্রথম মাটির জিনিস তৈরিতে শিক্ষালাভ। বিভিন্ন জীবজন্তু পশু পাখির মত নানা জিনিস তৈরি করতেন। তারপর গ্রামের কুমোর পাড়ার দক্ষ কারিগরদের কাছে কীভাবে মাটি তৈরি মাটি পিটিয়ে কীভাবে আরও শক্ত পক্ত জিনিস তৈরি করা যায় শিক্ষা লাভ। এরপর অজন্তা ইলোরার মত দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা ভাস্কর্য দারুণভাবে আকৃষ্ট করে তার মন। শিক্ষকতার পাশাপাশি সেইসব পাথরের মূর্তির অনুকরণে মাটি দিয়ে মূর্তি তৈরি শুরু করেন। যখনই সময় পান মূর্তি তৈরীর কাজে হাত লাগান। মাটি তৈরি করা থেকে সম্পূর্ণ মূর্তির রূপ দিতে কমপক্ষে দেড় থেকে দুই মাস থেকে চার মাস পর্যন্ত সময় লাগে।
advertisement
advertisement
শিক্ষক সুভাষ চন্দ্র জাটি জানান, “দীর্ঘদিন এমন শিল্পকর্মের সঙ্গে যুক্ত। ছবি আঁকা, যোগব্যায় অ্যাথলেটিকস অনুশীলন, লোকগীতি চর্চা করার পাশাপাশি মাটির মূর্তি তৈরী করা নেশা। ছাত্রজীবন থেকে শুরু হয় এই কাজ।” তিনি আরও জানান, “ছাত্র অবস্থায় এমন মূর্তি তৈরি শিক্ষা নেওয়া। তারপর শিক্ষকতার পাশাপাশি সুযোগ পেলে বিভিন্ন কাজকর্মের ফাঁকে মূর্তি তৈরি করা। এভাবেই এক এক করে অসংখ্য মূর্তি তৈরি করা হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সমস্ত মূর্তি বিক্রির জন্য নয়, সুভাষ বাবু জানান, অজান্তা ইলোরা মূর্তির প্রাথমিক ধারণা গ্রামের মানুষ ও শিশুদের সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 19, 2025 8:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাটি ছুঁলেই হয়ে যায় পাথর! অসামান্য দক্ষতা শিক্ষকের, বানান অজন্তা ইলোরা থেকে অনেককিছু
