শতাব্দী প্রাচীন জঞ্জাল এবার নিমেষে সাফ,ডাম্পিং গ্রাউন্ড হবে পার্ক, জঞ্জালও লাগবে কাজে
- Published by:Debalina Datta
- Written by:Debashish Chakraborty
Last Updated:
ডাম্পিং গ্রাউন্ড ভেঙে তৈরী বায়ো ম্যানেজমেন্ট পার্ক
হাওড়া: একশো চোদ্দ বছরের শহরের কলঙ্ক মুছতে উদ্যোগী হল হাওড়া পুরসভা | এই কলঙ্ককে মুছে ফেলতে সাহায্য করে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (KMDA) | একশো চোদ্দ বছরের পুরনো হাওড়া পুরসভার সাত ও আট নম্বর ওয়ার্ডে অবস্থিত বেলগাছিয়া ভাগাড় বা হাওড়া শহর একমাত্র ডাম্পিং গ্রাউন্ডকে এবার পার্ক তৈরির সিদ্ধান্ত হাওড়া পুরসভার |
বায়োমাইনিং পদ্ধতিতে তৈরি হবে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক | একশো বছরের বেশি সময় ধরে ধরে ১০ লক্ষ মেট্রিক টন আবর্জনা জমে তৈরি হয়েছিল তিনটি বড় বড় পাহাড় | যেগুলির উচ্চতা ১২৫ মিটার ও তারও বেশি | সেই আবর্জনার পাহাড় ভেঙে মাঠে পরিণত, এমনকি নতুন আবর্জনা থেকে তৈরি হবে সার, জ্বালানি তেল ও একাধিক এনার্জি পদার্থ | বায়ো ম্যানেজমেন্ট এর মাধ্যমে হবে এই কাজ |
advertisement
আরও পড়ুন – Cyclone Mocha Latest Update: সমুদ্রের ওপরে তাপমাত্রা ক্রমে বাড়ছে, সাইক্লোন হয়ে উঠছে ভয়াবহ
advertisement
সোমবার এই প্রকল্পের কাজের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম | হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন ৩-৪ বছরের মধ্যে এই কাজ শেষ হবে | এই কাজে খরচ হবে ৭০ কোটি টাকা |
advertisement

অত্যাধুনিক একটি বায়োমাইনিং মেশিনের মাধ্যমে জমে থাকা আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিস বের করে তা রিসাইকিলিং করে বিভিন্ন কাজে ব্যবহৃত করা হবে | এখন থেকে তৈরি হওয়া পদার্থ কিনতে সম্মতি দিয়েছে বেশ কয়েকটি বায়ো ম্যানেজমেন্ট সংস্থা |
advertisement
আরও পড়ুন – Ayurvedic Medicine: আয়ুর্বেদিক ওষুধেই হবে মিরাকেল, এলাকায় বহু মানুষের ভরসা এখন এই চিকিৎসা
এক লক্ষ সত্তর হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে রয়েছে এই ডাম্পিং গ্রাউন্ড টি | এই ডাম্পিং গ্রাউন্ড সমস্যায় দীর্ঘিদিন ধরে ভুগছে পুরবাসী | এই আবর্জনার পাহাড়ের জন্য পুরো এলাকার নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল | এই আবর্জনা পাহা কে ভেঙে ফেলা হলে মিটবে শহরের বড় সমস্যা | প্রথমে এই পুরোনো আবর্জনাকে মাইনিং করে মাটিতে মিশিয়ে ফেলা হবে | এই কাজটি শেষ হলেই প্রতিদিন শাহররের বিভিন্ন জায়গা থেকে সংগৃহিত প্রায় ৫০০ মেট্রিকটন আবর্জনাকে কাজে লাগিয়ে জ্বালানি তেল ও এনার্জি পদার্থ তৈরি করা হবে |
advertisement
Debasish Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 8:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শতাব্দী প্রাচীন জঞ্জাল এবার নিমেষে সাফ,ডাম্পিং গ্রাউন্ড হবে পার্ক, জঞ্জালও লাগবে কাজে