শতাব্দী প্রাচীন জঞ্জাল এবার নিমেষে সাফ,ডাম্পিং গ্রাউন্ড হবে পার্ক, জঞ্জালও লাগবে কাজে

Last Updated:

ডাম্পিং গ্রাউন্ড ভেঙে তৈরী বায়ো ম্যানেজমেন্ট পার্ক 

হাওড়ার ডাম্পিং গ্রাউন্ড হবে পার্ক
হাওড়ার ডাম্পিং গ্রাউন্ড হবে পার্ক
হাওড়া: একশো চোদ্দ বছরের শহরের কলঙ্ক মুছতে উদ্যোগী হল হাওড়া পুরসভা | এই কলঙ্ককে মুছে ফেলতে সাহায্য করে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (KMDA) | একশো চোদ্দ বছরের পুরনো হাওড়া পুরসভার সাত ও আট নম্বর ওয়ার্ডে অবস্থিত বেলগাছিয়া ভাগাড় বা হাওড়া শহর একমাত্র ডাম্পিং গ্রাউন্ডকে এবার পার্ক তৈরির সিদ্ধান্ত হাওড়া পুরসভার |
বায়োমাইনিং পদ্ধতিতে তৈরি হবে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক | একশো বছরের বেশি সময় ধরে ধরে ১০ লক্ষ মেট্রিক টন আবর্জনা জমে তৈরি হয়েছিল তিনটি বড় বড় পাহাড় | যেগুলির উচ্চতা ১২৫ মিটার ও তারও বেশি | সেই আবর্জনার পাহাড় ভেঙে মাঠে পরিণত, এমনকি নতুন আবর্জনা থেকে তৈরি হবে সার, জ্বালানি তেল ও একাধিক এনার্জি পদার্থ | বায়ো ম্যানেজমেন্ট এর মাধ্যমে হবে এই কাজ |
advertisement
advertisement
সোমবার এই প্রকল্পের কাজের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম |  হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন ৩-৪ বছরের মধ্যে এই কাজ শেষ হবে | এই কাজে খরচ হবে ৭০ কোটি টাকা |
advertisement
হাওড়ার ডাম্পিং গ্রাউন্ড হবে পার্ক হাওড়ার ডাম্পিং গ্রাউন্ড হবে পার্ক
অত্যাধুনিক  একটি বায়োমাইনিং মেশিনের মাধ্যমে জমে থাকা আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিস বের করে  তা রিসাইকিলিং করে বিভিন্ন কাজে ব্যবহৃত করা হবে | এখন থেকে তৈরি হওয়া পদার্থ কিনতে সম্মতি দিয়েছে বেশ কয়েকটি বায়ো ম্যানেজমেন্ট সংস্থা |
advertisement
এক লক্ষ সত্তর হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে রয়েছে এই ডাম্পিং গ্রাউন্ড টি | এই ডাম্পিং গ্রাউন্ড সমস্যায় দীর্ঘিদিন ধরে ভুগছে পুরবাসী | এই আবর্জনার পাহাড়ের জন্য পুরো এলাকার নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল | এই আবর্জনা পাহা কে ভেঙে ফেলা হলে মিটবে শহরের বড় সমস্যা | প্রথমে এই পুরোনো আবর্জনাকে মাইনিং করে মাটিতে মিশিয়ে ফেলা হবে | এই কাজটি শেষ হলেই প্রতিদিন শাহররের বিভিন্ন জায়গা থেকে সংগৃহিত প্রায় ৫০০ মেট্রিকটন আবর্জনাকে কাজে লাগিয়ে জ্বালানি তেল ও এনার্জি পদার্থ তৈরি করা হবে |
advertisement
Debasish Chakraborty
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শতাব্দী প্রাচীন জঞ্জাল এবার নিমেষে সাফ,ডাম্পিং গ্রাউন্ড হবে পার্ক, জঞ্জালও লাগবে কাজে
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement