Howrah News: লক্ষাধিক ভক্ত সমাগম! রাম নবমী উপলক্ষে হাওড়ার রামরাজাতলায় ৪ মাস ধরে চলে উদযাপন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News:রামনবমীর দিন থেকে চার মাস রাম পুজো! রাম নবমী মানে সারা দেশের মানুষের আকর্ষণে প্রায় ৩৫০ বছর প্রাচীন রাম মন্দির, হাওড়ার এই প্রাচীন রাম মন্দিরে রাম সীতার যুগল মূর্তি পূজিত হয়, প্রতিদিন সকাল থেকে শুরু হয় পুজো
রাকেশ মাইতি, হাওড়া: হাওড়ার প্রাচীন রাম মন্দিরে রাম সীতার যুগল মূর্তি পূজিত হয়। রাম সীতা ছাড়াও রয়েছেন এক কাঠামোতে বিভীষণ, সরস্বতী, শিব, ব্রহ্মা-সহ বিভিন্ন দেবদেবী। এখানে দোতলার সমান প্রায় ২৬ ফুট উচ্চতার মূর্তি। প্রতিবছর রাম নবমীতে লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মন্দিরে। এবার রাম নবমীতে রাত দু’টো থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তরা হাজির। সারাদিন ভক্তদের ঢল দেখাযায় মন্দির প্রাঙ্গণে। সারা বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের বাইরে থেকেও ভক্ত সমাগম হয় এখানে।
সরস্বতী পুজোর পঞ্চমীতে বাঁশ পুজো দিয়ে মূর্তির কাঠামো তৈরি শুরু হয়। রামনবমীতে মূর্তি পুজো শুরু হয়। সেই থেকে শ্রাবণ মাসের শেষ রবিবারের আগের দিন পর্যন্ত প্রায় চার থেকে সাড়ে চার মাস নিয়ম মেনে পুজো হয় এখানে। রামনবমী এবং নিরঞ্জনের দিন সর্বাধিক ভক্ত সমাগম ঘটে। রামনবমী ছাড়াও বাকি ৪ মাস এখানে শ্রী রামচন্দ্রের আরাধনা হয়। পুজো এবং ভক্ত সমাগম কেন্দ্র করে মেলা আসর থাকে রামরাজাতলায়। সারা বাংলার ঐতিহ্যবাহী মেলার মধ্যে অন্যতম হল এই রামরাজাতলার মেলা। প্রতিদিন সকাল ৬ টা থেকে শুরু হয় পুজো। নিয়ম মেনে পুজো হোম আরতি এবং রাত্রে শয়ান অনুষ্ঠিত হয়। শ্রী রামচন্দ্রকে পুজোর অর্ঘ্য হিসাবে নির্দিষ্ট নিয়মবিধি না থাকলেও অধিকাংশ ভক্ত নিজের পছন্দের পুজোর নানা অর্ঘ্যর সঙ্গে রামচন্দ্রের প্রিয় সাদা পদ্ম এবং সীতার পছন্দের লাল পদ্ম দিয়ে পুজো দিয়ে থাকেন।
advertisement
আরও পড়ুন : ১ চামচ তেলেই সাফ মুখের পচা গন্ধ! জীবনেও পোকা হবে না দাঁতে! চিরমুক্তি অ্যাসিডিটি, যন্ত্রণা থেকে! শুধু করুন এটা
এ প্রসঙ্গে পুরোহিত দীননাথ ভট্টাচার্য জানান, রাম নবমীর দিন থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত প্রায় চার থেকে সাড়ে চার মাস রামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 7:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: লক্ষাধিক ভক্ত সমাগম! রাম নবমী উপলক্ষে হাওড়ার রামরাজাতলায় ৪ মাস ধরে চলে উদযাপন