হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সাতসকালে বামনগাছিতে অস্ত্রের ছড়াছড়ি, তাণ্ডব! টোটোচালক, যাত্রীর বিস্ফোরক অভিযোগ

Howrah News: সাতসকালে বামনগাছিতে অস্ত্রের ছড়াছড়ি, তাণ্ডব! টোটোচালক, যাত্রীদের বিস্ফোরক অভিযোগ

বামনগাছিতে বিরাট গণ্ডগোল

বামনগাছিতে বিরাট গণ্ডগোল

Howrah News: এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার যুবক বিশাল ঠাকুর ও আশুতোষ মিশ্রের সঙ্গে অন্য এক গোষ্ঠীর বিবাদ চলছিল।

  • Share this:

হাওড়া: সাত সকালে হাওড়ার বামনগাছি, সি রোডে আগ্নেয়াস্ত্র এবং বেল্ট নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব। টোটো চালকদের মারধোর, যাত্রীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। রাতে একটি চারচাকা গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার যুবক বিশাল ঠাকুর ও আশুতোষ মিশ্রের সঙ্গে অন্য এক গোষ্ঠীর বিবাদ চলছিল। পুরনো শত্রুতার জেরে দুষ্কৃতীরা সাত সকালে তান্ডব চালায়। বিশাল ঠাকুর ও আশুতোষ মিশ্রের দলবল এর পেছনে রয়েছে বলে অভিযোগ তাঁদের।

আরও পড়ুন: অন্যের নিয়োগপত্রে ছেলের চাকরি, প্রধান শিক্ষকের বাড়িতে CID হানা! তারপরই যা ঘটল...

টোটো চালকরা অভিযোগ দায়ের করেছে লিলুয়া থানায়। এলাকায় উত্তেজনা রয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে দাবি জানান এলাকাবাসী।

Published by:Suman Biswas
First published:

Tags: Howrah news, West Bengal news