Howrah News: ৩০ বছর ধরে ১ টাকার তেলেভাজা বিক্রি করেই জমি-বাড়ি ডোমজুড়ের গোপালের
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এই মূল্যবৃদ্ধির বাজারে এখনও এমন দোকান আছে যেখানে মাত্র ১ টাকায় পাওয়া যায় কচুরি। সঙ্গে জিভে জল আনা তরকারি। শুধুই কচুরি নয়, এই দোকানে মাত্রা ১ টাকায় পাওয়া যায় বাঙালির আর এক প্রিয় খাবার--তেলেভাজা
হাওড়া: বিকেলের টিফিন মানেই বাঙালির মনে কচুরি-তরকারি। এ এক অনন্য ইমোশন, এ এক ইমোশন! আজকাল সব দোকানেই কচুরির দাম বেড়েছে। কোথাও ১০ টাকা, কোথাও ১৫, কোথাও ২০ টাকায় বিক্রি হচ্ছে এক পিস কচুরি। কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারে এখনও এমন দোকান আছে যেখানে মাত্র ১ টাকায় পাওয়া যায় কচুরি। সঙ্গে জিভে জল আনা তরকারি। শুধুই কচুরি নয়, এই দোকানে মাত্রা ১ টাকায় পাওয়া যায় বাঙালির আর এক প্রিয় খাবার–তেলেভাজা।
হাওড়ার ডোমজুড়ের সলপ বাজারে ‘ ষোলআনার তেলেভাজা’র দোকান। এই দোকানে ৩০ বছরেরও বেশি সময় ধরে বিক্রি হচ্ছে ১ টাকায় তেলেভাজা। কচুরি ছাড়া তেলেভাজার তালিকায় রয়েছে, ফুলুরি, বেগুনি, চপ, নিমকি।
হাওড়ার ডোমজুড়ের চপ বিক্রেতা গোপাল দে জানালেন, ” ৩০ বছর আগে বাবার কথা মতো সাধারণ মানুষের কথা ভেবে এই দোকান শুরু করেছিলাম। নিজের লাভের পরিমাণ কম রেখে মাত্র ১ টাকায় চপ-মুড়ি দিয়ে মানুষের মুখে যে হাসি দেখি, তাতেই আমার শান্তি। এই ১ টাকার তেলেভাজা বিক্রি করেই আমার জমি-বাড়ি।”
advertisement
advertisement
অন্যান্য তেলেভাজার দোকানে ৭-১০ টাকায় মেলে তেলেভাজা। কিন্তু ডোমজুড়ের বছর ৭০-এর গোপালের দোকানে মাত্র ১ টাকায় লোভনীয় ভাজাভুজি। নিত্যদিন উপচে পড়ে মানুষের ভিড়।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 2:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ৩০ বছর ধরে ১ টাকার তেলেভাজা বিক্রি করেই জমি-বাড়ি ডোমজুড়ের গোপালের
