বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়াই কাল হল! ১০০ ঘণ্টা পরও খোঁজ নেই যুবকের
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Coromandel accident: পাঁচ দিন পার। এখনও খোঁজ নেই যুবকের। কাঁদছে গোটা পরিবার।
হাওড়া: বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়াই যেন কাল হল দীপঙ্করের। পাঁচ দিন কেটে যাওয়ার পরেও নিখোঁজ। ওড়িশার ভয়ানক রেল দুর্ঘটনায় আতঙ্ক দেশ জুড়ে।
সেই দুর্ঘটনার পর থেকে কোনও খোঁজ নেই দীপঙ্করের। ছেলের খোঁজে ওড়িশা ছুটে গেছে পরিবার। গত শুক্রবার শালিমার স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেসে চেপে ছিল সে। কয়েক ঘন্টা পরই মর্মান্তিক দূর্ঘটনা।
ঘটনার পাঁচদিন কেটে গিয়েছে। দুর্ঘটনায় আহত যাত্রীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। কিন্তু এখনও খোঁজই মেলেনি দীপঙ্করের। কোথায় আছে কীভাবে আছে, জীবিত আছে কি? নানা প্রশ্ন ঘোরাফেরা করছে পরিবারের সদস্যের মনে।
advertisement
advertisement
আরও পড়ুন- করমণ্ডলের ভয়াবহ স্মৃতি নিয়ে গান বাঁধলেন শিল্পী
বহু খোঁজ খবর করেও দীপঙ্করের কোনও হদিস মিলছে না। তাঁর বাবা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ছেন। সেই অভিশপ্ত দিনের পর আবার হাওড়ার শালিমার থেকে ছাড়ল করমণ্ডল এক্সপ্রেস। সেই ট্রেনে দীপঙ্করের খোঁজে পাড়ি দিল বাবা সহ পরিবার সদস্যরা।
এ প্রসঙ্গে দীপঙ্করের জামাইবাবু রাজা দাস জানান, দীপঙ্করের দেহ বলে একটা বডি শনাক্ত করেছিলাম। কিন্তু সেটা নিশ্চিত নয়। এর মধ্যে অন্য একটা বডির জামা ম্যাচ করছে। সেটা শনাক্ত করতে বালেশ্বর যাচ্ছি।
advertisement
আরও পড়ুন- জালে বেশি মাছ পড়ার আশায় মৎস্যজীবীরা, তবে কি কমবে মাছের দাম?
প্রসঙ্গত দুর্ঘটনার ১০০ ঘণ্টা পেরিয়েছে। এর মধ্যেই চালু করমণ্ডল এক্সপ্রেস। শালিমার থেকে সেই ট্রেনেও চাপলেন যাত্রীরা। তবু মনে কোথাও আশঙ্কা যেন রয়েই গিয়েছে। গত শুক্রবার সন্ধায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এক রাতেই আস্ত মৃত্যুপুরী হয়ে উঠেছিল ওড়িশার বালাসোর।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2023 8:13 PM IST