Howrah News: ঠেলায় পড়তেই মুখ বাঁচাতে ব্যস্ত প্রশাসন! তড়িঘড়ি গর্ত বোজানো শুরু হাওড়ার এই রাস্তায়

Last Updated:

Howrah News: খবরের জেরে তড়িঘড়ি হাওড়ার এই রাস্তা মেরামতি স্থানীয় প্রশাসনের, দুর্ঘটনার আশঙ্কা কমছে খুশির স্থানীয় মানুষ

+
রাস্তা

রাস্তা মেরামতি হাওড়া-আমতা রোডের মাকরদহে

হাওড়া: খবরের জেরে তড়িঘড়ি আমতা-হাওড়া রোড মেরামতি স্থানীয় প্রশাসনের! বর্ষায় দিন কয়েকের টানা বৃষ্টিতে আরও বিপজ্জনক রূপ নেয় হাওড়া-আমতা রোড! খানাখন্দে ভরা রাস্তায় জল জমে দুর্ঘটনার আশঙ্কা দারুণভাবে দেখা দেয়।
মাঝ রাস্তায় বড় বড় গর্ত, সেই গর্তে জমা জল দুর্ঘটনার আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাতেই ক্ষুব্ধ স্থানীয় এবং পথ চলতি মানুষ। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে স্থানীয় পঞ্চায়েত প্রধান দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দেন। সেই মতই ২৪ ঘন্টার মধ্যেই রাস্তার ক্ষতস্থান মোরাম ভরাট করে দুর্ঘটনা কমানোর চেষ্টা।
advertisement
advertisement
প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাতায়াত করেন এই হাওড়া – রোড ব্যবহার করে। বর্ষার আগে থেকেই রাস্তার বেহাল অবস্থা, দিন কয়েক বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে পড়ে। তার জেরে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এবার হাওড়া-আমতা দুর্ঘটনা মুক্ত করতে দ্রুত মেরামতির কাজ শুরু। যদিও অল্প সময়ের জন্য এই মেরামতি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে মাকড়দহ ১ গ্রাম পঞ্চায়েত প্রধান দিব্যেন্দু চ্যাটার্জি জানান, হাওড়া-আমতা রাজ্য সড়কের বিভিন্ন স্থানে ক্ষতর সৃষ্টি হয়েছিল। একাংশের মানুষের অভিযোগ সামনে আসে, বিপজ্জনক স্থানগুলি মোরাম ভরাট করার কাজ শুরু হয়েছে। কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “মানুষের অভিযোগ ভিত্তিতেই কাজ শুরু হয়। সাধারণ মানুষের দাবি থাকবেই সেটা মোটেও রাগের বিষয় নয় আমাদের কাছে।”
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ঠেলায় পড়তেই মুখ বাঁচাতে ব্যস্ত প্রশাসন! তড়িঘড়ি গর্ত বোজানো শুরু হাওড়ার এই রাস্তায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement