International Yoga Day Celebration: ডাঙ্গায় নয়, জলে! আন্তর্জাতিক যোগ দিবসে জলে যোগাসন করে নজর কাড়লেন হাওড়ার এই ব্যক্তি

Last Updated:
International Yoga Day Celebration: আন্তর্জাতিক যোগ দিবসে জলের মধ্যে একের পর এক যোগাসন করে নজর কাড়লেন হাওড়ার এক ব্যক্তি।
1/5
বিশ্ব যোগ দিবসে কয়েক শত মানুষ সমবেত হল গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘে। শরীর সুস্থ রাখার বার্তায় বিভিন্ন গ্রামের মানুষ হাজির।
বিশ্ব যোগ দিবসে কয়েক শত মানুষ সমবেত হল গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘে। শরীর সুস্থ রাখার বার্তায় বিভিন্ন গ্রামের মানুষ হাজির।
advertisement
2/5
প্রাকৃতিক দুর্যোগ বা উৎসবের মরশুমে বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার যোগ দিবসে মানুষকে সুস্থ রাখার বার্তা বিশেষ উদ্যোগ।
প্রাকৃতিক দুর্যোগ বা উৎসবের মরসুমে বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার যোগ দিবসে মানুষকে সুস্থ রাখার বার্তা বিশেষ উদ্যোগ।
advertisement
3/5
গঙ্গাধরপুর গোন্ডলপাড়া দেউলপুর জালালসী জুজারসাহা রানিহাটি ধুলাগোড় সহ বিভিন্ন গ্রাম থেকে এদিন ভোর পাঁচটা থেকে পুরুষ মহিলা উভয়ে হাজির হয়। শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেন তবে অধিকাংশই গৃহবধূ।
গঙ্গাধরপুর গোন্ডলপাড়া দেউলপুর জালালসী জুজারসাহা রানিহাটি ধুলাগোড় সহ বিভিন্ন গ্রাম থেকে এদিন ভোর পাঁচটা থেকে পুরুষ মহিলা উভয়ে হাজির হয়। শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেন তবে অধিকাংশই গৃহবধূ।
advertisement
4/5
১১ তম বিশ্ব যোগ দিবসে, এক থেকে দেড় ঘন্টা যোগ প্রাণায়াম করলেন একসঙ্গে কয়েক শত মানুষ। ভীষণভাবে উৎসাহিত সকলেই। আশ্রমের পুকুরে এদিন ' ওয়াটার যোগা ' প্রদর্শন করলেন দেউলপুরের গোপাল আদক।
১১ তম বিশ্ব যোগ দিবসে, এক থেকে দেড় ঘন্টা যোগ প্রাণায়াম করলেন একসঙ্গে কয়েক শত মানুষ। ভীষণভাবে উৎসাহিত সকলেই। আশ্রমের পুকুরে এদিন 'ওয়াটার যোগা' প্রদর্শন করলেন দেউলপুরের গোপাল আদক।
advertisement
5/5
এ প্রসঙ্গে যোগা প্রশিক্ষক বিশ্বজিৎ কোলে এবং তাপস কুমার সেন জানান, প্রতিদিন যোগ অভ্যাসে যেমন শরীরের রোগ মুক্তি ঘটবে শরীর সুস্থ থাকবে। মন ভাল থাকবে, একই সঙ্গে জ্ঞানের সঞ্চার ঘটবে। আগামী দিনে গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘে নিয়মিত যোগা প্রশিক্ষণ শিবির আয়োজনের কথা জানান, যোগা প্রশিক্ষক তাপস সেন।
এ প্রসঙ্গে যোগা প্রশিক্ষক বিশ্বজিৎ কোলে এবং তাপস কুমার সেন জানান, প্রতিদিন যোগ অভ্যাসে যেমন শরীরের রোগ মুক্তি ঘটবে শরীর সুস্থ থাকবে। মন ভাল থাকবে, একই সঙ্গে জ্ঞানের সঞ্চার ঘটবে। আগামী দিনে গঙ্গাধরপুর গোলাবাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘে নিয়মিত যোগা প্রশিক্ষণ শিবির আয়োজনের কথা জানান, যোগা প্রশিক্ষক তাপস সেন।
advertisement
advertisement
advertisement