বাড়িতে অ্যাকোরিয়াম আছে? এই হাটে ১ টাকায় মিলবে রঙিন মাছ! ঠিকানা জেনে রাখুন

Last Updated:

হাওড়ায় রঙিন মাছের হাট। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হচ্ছেন ক্রেতারা। মেরিনা কার্প, ক্যাট ফিস,প্যারোট ফিস, গোল্ড ফিস কি নেই সেখানে?

+
হাওড়ায়

হাওড়ায় রঙিন মাছের হাট।

হাওড়া , রাকেশ মাইতি : হাওড়ায় রঙিন মাছের হাট! রঙিন মাছ পোষা একটি জনপ্রিয় শখ। যা অনেকের কাছেই খুব প্রিয়। এই মাছগুলি দেখতে সুন্দর এবং এদের অ্যাকোরিয়ামে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ফলে রঙিন মাছের চাহিদা দারুন। এবার এই রঙিন মাছ কেনা ও বেচার তাগিদে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ার এই স্থানে হাজির হচ্ছে মানুষ।
১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সরস্বতী ব্রিজের কাছেই সপ্তাহে দু’দিন রবিবার এবং শুক্রবার বসছে এই রঙিন মাছের হাট। এই বাজারের যে দিকেই চোখ যাবে, শুধুই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন রকমের রঙিন মাছের পসরা চোখে পড়বে। বহু বাড়িতে, দোকান বা শোরুমে কাঁচের অ্যাকোরিয়াম সজ্জিত থাকতে দেখা যায়। রঙিন মাছ পোষার ইচ্ছা থাকলে  ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন  সরস্বতী ব্রিজের কাছে এই হাটে আসতেই হবে।
advertisement
advertisement
গাপ্পি, মলি, কার্প, হর্ন সহ বিভিন্ন মাছ পাওয়া যায়। তেমনি মেরিনা কার্প, ক্যাট ফিস,প্যারোট ফিস, গোল্ড ফিস, অ্যাঞ্জেলের মত বিভিন্ন ধরনের ও বিভিন্ন দামের রঙিন মাছ মিলছে এখানে। কেবল রঙিন মাছই নয়, অ্যাকোরিয়াম সাজানোর জিনিস এবং মাছেদের খাবার সহ যাবতীয় সামগ্রী পাওয়া যাচ্ছে এই বাজারে। এখান থেকে বিভিন্ন ধরনের দেশি-বিদেশী, ছোট-বড় নানা সাইজের মাছ দেশের বিভিন্ন শহরে, এমনকি দেশের বাইরেও পৌঁছে যাচ্ছে।
advertisement
এই সমস্ত রঙিন মাছ জেলার বিভিন্ন প্রান্তের গ্রামাঞ্চলের পুকুরে চাষ করেন চাষিরা। এই হাটের উদ্যোক্তা গৌতম দত্ত জানান, হাটে যেদিন ব্যবসায়ীরা বসবেন সেদিন ১০০ টাকা দিয়ে ব্যবসা করেন। দিন হিসাবে এই টাকা ছাড়া আর কিছু দিতে হয় না। রঙিন মাছের ব্যবসা বৃদ্ধি করার জন্যই তাঁদের এই উদ্যোগ ৩৬১ টি স্টল আছে। তার মধ্যে বর্তমানে ১৫০ টি স্টল বুকিং হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের মধ্যেই অনেকে রঙিন মাছ বিক্রি শুরু করেছেন এখানে। মাত্র দু মাসে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই রঙিন মাছের বেঙ্গল হাট। রঙিন মাছের এই ব্যবসা প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন তৈরি এই হাটে মানুষের ভালই সাড়া মিলছে। এখানে ১ টাকা থেকে শুরু করে দামি মাছ মিলছে। মানুষেরও কেনার ঝোঁক বিশেষভাবে দেখা যাচ্ছে। হাওড়ার এই রঙিন মাছের হাট শহর এবং শহরতলির মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে অ্যাকোরিয়াম আছে? এই হাটে ১ টাকায় মিলবে রঙিন মাছ! ঠিকানা জেনে রাখুন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement