Howrah News: পাঁশকুড়ার শিশু মৃত্যু ঘটনায় শিক্ষা! এই বিশেষ উদ্যোগে হাওড়ার ক্লাব

Last Updated:

পাঁশকুড়ার শিশু মৃত্যুর ঘটনাকে শিক্ষা নিয়ে হাওড়া খাঁটোরা নেতাজি সংঘের বিশেষ উদ্যোগ, ক্লাবের উদ্যোগে মেন্টাল কাউন্সিলিং শিবির

ছাত্র-ছাত্রীদের মানসিক সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ ক্লাব প্রতিষ্ঠানের
ছাত্র-ছাত্রীদের মানসিক সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ ক্লাব প্রতিষ্ঠানের
রাকেশ মাইতি, হাওড়া: ছাত্র ছাত্রীদের মানসিক ফিট রাখতে কাউন্সিলিং স্থানীয় ক্লাবের উদ্যোগে! পাঁশকুড়ায় মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে। সেই লক্ষ্যে হাওড়ার ডোমজুড় খাঁটোরা নেতাজি সংঘের বিশেষ উদ্যোগ। মাসিক বা দ্বি মাসিক অন্ত এই কাউন্সেলিং প্রক্রিয়া আয়োজন করার উদ্দেশ্য নিয়ে প্রথমবার কাউন্সিলিং শিবির অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের মন এবং তাদের মানসিক অবস্থা বোঝাটা খুবই দরকারি। লেখাপড়া বিভিন্ন শিক্ষা দীক্ষার পাশাপাশি সামাজিক জ্ঞান। বয়সের সঙ্গে সঙ্গে সামাজিক জ্ঞান অর্জন অতি প্রয়োজন। সেই সব দিক গুরুত্ব রেখে, খাঁটোরা নেতাজী সংঘের পরিচালনায় ছাত্র-ছাত্রীদের জন্য সংঘের ভবনে বর্তমান সময়ের উপযোগী একটি “কাউন্সেলিং সেশন”- এর আয়োজন করা হয়।
আগামী দিনে আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রীদের এই শিবিরে যোগদান করানোর লক্ষ্য। স্থানীয় স্কুলগুলিতে এমন শিবিরের আয়োজন করার উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা। পাওয়ার পয়েন্টের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নানা বিষয়ে অবগত করা। কাউন্সিলর মাননীয়া স্বপ্না সিং খুব সহজ সরল ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
advertisement
advertisement
যদিও সূচনা এই অনুষ্ঠানে সংঘের তাইকোন্ডা প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীরা এবং জুনিয়র ফুটবলাররা অংশগ্রহণ করে। আগামী দিনে স্থানীয় সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান উদ্যোক্তা শিক্ষক রাকেশ চন্দ্র। তিনি আরও জানান, বর্তমান সময়ে অনেক সময় বাবা-মা ছেলে মেয়েদের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে, ছেলে মেয়ের উপর উপর চাপ দিয়ে ফেলেন । যে চাপ অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীবাস শিশুরা সহ্য করতে পারেনা। একই সঙ্গে পাঁশকুড়ার যে মর্মান্তিক ঘটনা, মানসিক দিক থেকে ছেলে মেয়ে শক্তিশালী হয়ে উঠলে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে।
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের তাইকোন্ডা-র প্রশিক্ষক ব্ল্যাকবেল্ট প্রাপ্ত জাতীয় রেফারি মাননীয় সঞ্জু সিং, সংঘের সভাপতি তরুণ দত্ত, সম্পাদক রমেন নাগ ও স্বপন ঘোষ, এবং কার্যকরী সম্পাদক অরিন্দম দত্ত , এছাড়া সংঘের অন্যান্য পদাধিকারীবৃন্দ এবং সদস্যরাও উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মন খুলে এই শিবিরে অংশগ্রহণ করতে পারে, অভিভাবকদের এই অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়। ক্লাব প্রতিষ্ঠান এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: পাঁশকুড়ার শিশু মৃত্যু ঘটনায় শিক্ষা! এই বিশেষ উদ্যোগে হাওড়ার ক্লাব
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement