ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় আমফান, জমির ফসল বাঁচাতে কোমর বেঁধে মাঠে নেমেছে গ্রামের মানুষ
- Published by:Akash Misra
Last Updated:
কপালে ভাঁজ গ্রামীণ হাওড়ার ধান চাষিদের ৷ জমি কে জমি ভর্তি পাকা ধান তার মধ্যে ধেয়ে ঘূর্ণি ঝড়,
#হাওড়া: এ যেন গোদের ওপর বিষফোঁড়া , একদিকে লক ডাউন তার ওপর ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় আমফান ৷ কপালে ভাঁজ গ্রামীণ হাওড়ার ধান চাষিদের ৷ জমি কে জমি ভর্তি পাকা ধান তার মধ্যে ধেয়ে ঘূর্ণি ঝড়, এর আগে যত ঘূর্ণি ঝড় বা প্রাকৃতিক বিপর্যয় এসেছে তাতে সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে চাষীরাই৷ ঘূর্ণি ঝড় "আমফান" এর খবর ছড়িয়ে পড়তেই লকডাউন উপেক্ষা করেই হাওড়ার উলুবেড়িয়া, আমতা, শ্যামপুর উদয়নারায়নপুরে ধান কাটার হিড়িক | পাকা ধান যাতে নষ্ট না হয় তার জন্য আগে থেকেই ধান কেটে নিচ্ছেন চাষীরা। হাওড়ার গ্রামীন এলাকায় কয়েকশ হেক্টর জমিতে বরোচাষ হয়েছিল।
এদিকে লকডাউনের জন্য ধান কাটার সমস্যা, তারপর আগের নিম্নচাপের জেরে বৃষ্টির জন্য বেশ কিছু এলাকায় পাকা ধানে ক্ষতি হয়েছিল,এবার ঘূর্ণি ঝড় আমফানের জেরে আতংকে ধান চাষীরা। মাঠে পাকা ধান পড়ে আছে যদি ঘুর্ণি ঝড় ও বৃষ্টি জেরে ক্ষতি হয়, সেই আশংকা থেকেই আগে থেকে ধান বাঁচাতে আগে ভাগেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন চাষীরা, তবে সব ধান কাটতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন চাষীরা। তাই যতটা সম্ভব ফসল বাঁচানোর চেষ্টা চালাচ্ছে, লক ডাউনের জেরে কর্মী সংখ্যা কম থাকায় সমস্যার সম্মুখীন হয়েছেন চাষিরা | তাই নাওয়া খাওয়া ভুলে পরিবারের আট থেকে আশি সবাই নেমে পড়েছে ফসল বাঁচাতে ৷
advertisement
ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষত এখনো পূরণ হয়নি তার ওপর আবার আমফান যা ঘুম কেড়েছে চাষি পরিবারের ৷ প্রশাসনের দাবি এমন অবস্থায় লকডাউনে জোগানের বিষয়টা মাথায় রেখে এবং একই সঙ্গে চাষিদের বর্তমান সমস্যার কথাও ভাবতে হচ্ছে তাদের, তাই যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে কাজ করতে ক্রমাগত প্রচার বা নজরদারি করা হচ্ছে ৷ এই ফসল নষ্ট হলে শুধু যে চাষিরাই ভুক্তভুগি হবে তা নয় এই কঠিন সময়ে খাদ্য শস্যের জোগানও অনেকটা কমে যাওয়ার আশঙ্কা আছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2020 5:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় আমফান, জমির ফসল বাঁচাতে কোমর বেঁধে মাঠে নেমেছে গ্রামের মানুষ