জেলায় কতগুলি নার্সিংহোম, কী তার পরিকাঠামো? এবার বিস্তারিত রিপোর্ট চাইল রাজ্য স্বাস্থ্য দফতর

Last Updated:

রাজ্য স্বাস্থ্য দফতর দ্রুত এই রিপোর্ট চাওয়ায় জেলায় চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে জল্পনা শুরু হয়েছে। ঠিক কী কারণে এই তালিকা চেয়ে পাঠানো হয়েছে তা জানতে উৎসুক সকলেই।

#বর্ধমান: শহর সহ পূর্ব বর্ধমান জেলায় কতগুলি বেসরকারি হাসপাতাল নার্সিংহোম রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠালো রাজ্য স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, ডায়াগনস্টিক সেন্টার কতগুলি আছে তাও জানতে চাওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে সেই নির্দেশে পৌঁছেছে। খুব তাড়াতাড়ি এই তথ্য রাজ্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
বর্ধমান শহর নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য বিখ্যাত। এত বেশি বেসরকারি নার্সিংহোম,প্যাথলজিকাল সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার রাজ্যে আর কোথাও নেই। এই শহরে বেসরকারি নার্সিংহোমই রয়েছে শতাধিক। সে কারণে শুধু বর্ধমান পূর্ব বর্ধমান জেলা নয়, আশপাশের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশের বাসিন্দা এখানকার স্বাস্থ্য পরিষেবার ওপর নির্ভরশীল। আবার সেই সুযোগে এই শহরে ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম,প্যাথলজিক্যাল সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠছে বলেও অভিযোগ। অনেক ক্ষেত্রেই আইন না মেনে ন্যূনতম পরিকাঠামো ছাড়াই অনেক বেসরকারি নার্সিংহোম চলছে বলে প্রায়ই অভিযোগ ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র বেসরকারি নার্সিংহোম,ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজিক্যাল সেন্টারের তালিকা নয়, সেখানে কী কী পরিকাঠামো রয়েছে সেসবও বিস্তারিতভাবে পাঠাতে বলা হয়েছে। সেই সব বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে কতগুলি বেড রয়েছে, কোথায় এক্স-রে, ইউএসজি, সিটি স্ক্যান, এম আর আই এর সুযোগ সুবিধা রয়েছে সেসবও দেখা হবে।
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতর দ্রুত এই রিপোর্ট চাওয়ায় জেলায় চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে জল্পনা শুরু হয়েছে। ঠিক কী কারণে এই তালিকা চেয়ে পাঠানো হয়েছে তা জানতে উৎসুক সকলেই। জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, এটা রুটিন মাফিক ব্যাপার। প্রতি বছর এই তালিকা চেয়ে পাঠানো হয়। এবারও সেই সব তথ্য জানতে চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তা পাঠানোর জন্য তালিকা তৈরির কাজ চলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলায় কতগুলি নার্সিংহোম, কী তার পরিকাঠামো? এবার বিস্তারিত রিপোর্ট চাইল রাজ্য স্বাস্থ্য দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement