Bankura News: জঙ্গলমহলের গ্রামে আস্ত রেলের বগি এল কীভাবে? কাছে যেতেই যা কাণ্ড ঘটল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় রেলপথ নেই, তবে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের গ্রামে তৈরি হল নতুন রেলপথ? শুনে অবাক লাগছে? চোখে দেখলে আরও অবাক হবেন! তবে আসন ব্যাপারটা ভিন্ন।
বাঁকুড়া: বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় রেলপথ নেই, তবে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের গ্রামে তৈরি হল নতুন রেলপথ? শুনে অবাক লাগছে? চোখে দেখলে আরও অবাক হবেন! তবে আসন ব্যাপারটা ভিন্ন। রানিবাঁধের রুদড়া পঞ্চায়েতের নারাণপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হল রেলপথের উপর রেল কোচ দিয়ে। রেলগাড়ির আদলে অঙ্গনওয়াড়িকেন্দ্র, যা নজর কেড়েছে বাসিন্দাদের। আকর্ষণীয় এই কেন্দ্র আকৃষ্ট করছে এলাকার কচিকাচাদের ।সম্ভবত পশ্চিমবঙ্গে এই প্রথম রেল কোচের আদলে তৈরি এই কেন্দ্র, যা আলোড়ন ফেলেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে কেন্দ্র থাকলেও অঙ্গনওয়াড়িকেন্দ্রের ঘর ছিল না। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামের অঙ্গনওয়াড়িকেন্দ্রের ঘর তৈরির। রানীবাধ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরআইডিএফ প্রকল্প থেকে ওই কেন্দ্রের ঘর তৈরি হল। যার ব্যয় বরাদ্দ প্রায় সাড়ে আট লক্ষ টাকা। কংক্রিটের ওই কোচের মধ্যে তৈরি হয়েছে দুটি দরজা,ভিতরে মাঝে হলঘর ,একপাশে রান্নাঘর, একপাশে শৌচাগার । চত্বরে বসেছে নলকূপ। ব্লক প্রশাসন জানায়, আরআইডিএফ প্রকল্প থেকে রেল কোচের আদলে ওই কেন্দ্র তৈরি হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। মডেল ছাড়াও এলাকার আকর্ষণীয় ওই কেন্দ্র খুব শীঘ্রই উদ্বোধন হবে।
advertisement
advertisement
বাসিন্দারা বলেন, গ্রামের বাচ্চা থেকে তাঁরা সকলেই খুশি। এলাকায় রেল যোগাযোগ নেই। সেই রেলপথ-সহ রেল দেখার স্বাদ মিটছে সকলের। ইতিমধ্যেই পাশাপাশি এলাকায় খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষজনের আনাগোনা বেড়েছে নারাণপুর গ্রামে। বাইরের প্রচুর মানুষ আসছেন। মোবাইল ক্যামেরায় ছবি তুলে নিয়ে যাচ্ছেন। আমাদেরও ভাল লাগছে তারা জানান।
advertisement
বিষয়টি নিয়ে বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূলের চিত্তরঞ্জন মাহাতো বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই বাচ্চারা প্রথম বর্ণপরিচয় শেখে। বাচ্চারা যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে পছন্দ করে সেই কথা ভেবেই রানীবাঁধ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আকর্ষণীয়ভাবে রেলের কোচের আদলে তৈরি করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি।
advertisement
দেখলে মনে হবে কোনও রেল লাইনের উপর একটি রেলগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে বাচ্চারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেতে আকৃষ্ট হবে বলেমনে করছেন অনেকেই। তবে এখনও প্রশাসনের পক্ষ থেকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়নি। কবে থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে জঙ্গলমহলের মানুষজন।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2024 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: জঙ্গলমহলের গ্রামে আস্ত রেলের বগি এল কীভাবে? কাছে যেতেই যা কাণ্ড ঘটল...