Hawrah News: শুধু গাওয়া নয়, গান লিখেছেন, সুরও দিয়েছেন....ঘরকন্না সামলেই সঙ্গীত চর্চায় তাক লাগালেন সংগীতা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সংগীতে অসামান্য দক্ষতা গৃহবধূর! কথায় রয়েছে, যে রাঁধে সে চুলও বাঁধে। সেই কথাই যেন আরও একবার বাস্তবে তুলে ধরলেন হাওড়ার জগৎবল্লভপুরের হরিনারায়ণপুর গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ সঙ্গীতা দাস।
হাওড়া: সংগীতে অসামান্য দক্ষতা গৃহবধূর! কথায় রয়েছে, যে রাঁধে সে চুলও বাঁধে। সেই কথাই যেন আরও একবার বাস্তবে তুলে ধরলেন হাওড়ার জগৎবল্লভপুরের হরিনারায়ণপুর গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ সঙ্গীতা দাস। নিজেরা সংসারের রান্নাবান্না সন্তানের যত্ন নেওয়ার পাশাপাশি গান গাওয়া তার নেশা। শুধু গান গাওয়া নয়, গান গাইতে গাইতে এরই মধ্যে বেশ কিছু গান লিখে, সুরও দিয়েছেন নিজেই। আর সেই সমস্ত গান মঞ্চে মঞ্চে গেয়ে পেয়েছেন যথেষ্ট সফলতা।
সঙ্গীতার সংগীত চর্চার নেপথ্যে রয়েছে তাঁর বাবার শখ। শৈশব থেকে বাবা-মা মেয়েকে সংগীত জগতে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম করে চলেছেন। বর্তমান সময়ে তাঁর শ্বশুরবাড়ির লোকজনও সহযোগিতা করে চলেছেন বলেই জানালেন তিনি।
আরও পড়ুন: হাওড়ায় মারাত্মক ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত ২ টি ট্রেন, শালিমার ও সাঁতরাগাছি স্টেশনার মাঝেই বিপত্তি
advertisement
advertisement
তখন সাত বা আট বছর বয়সে বাবা-মায়ের ইচ্ছায় গান শেখা শুরু। লোকসংগীতের প্রতি রয়েছে তার বিশেষ আকর্ষণ। তারপর যত সময় গড়িয়েছে সংগীতের প্রতি মনোযোগ বেড়েছে। হাওড়া জেলার বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে থাকে। বিশেষত ভাওয়াইয়া, ঝুমুর, গম্ভীরা, পল্লীগীতি, ভাটিয়ালি প্রভৃতি মানুষের জীবন যন্ত্রণা ও সুখ-দুঃখ নির্ভর লোকগানের পসরা নিয়ে সঙ্গীতা সংগীত সাধনায় মেতে রয়েছে। সংসারের দায়িত্ব সামলেও বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে তাঁর পারদর্শীতা ফুটিয়ে তুলেছে।
advertisement
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর আয়োজিত রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় একক লোকসংগীত বিভাগে ভাওয়াইয়া গান পরিবেশন করে কৃতিত্বের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেছে সঙ্গীতা। তাঁর সাফল্যে খুশি পরিবার পরিজন থেকে হাওড়ার মাজু অঞ্চলের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিবেক চেতনা ও সুভাষ উৎসবে এই বিশেষ সাফল্য অর্জন করেছে সে।
advertisement
পুরস্কার,মেডেল ও সাম্মানিক অর্থ পেয়ে আপ্লুত এই গৃহবধূ। সঙ্গীতা বলেন–“এই সাফল্য দর্শকদের কাছে আমার প্রত্যাশা বাড়িয়ে দিল। সংগীত চর্চার শৈলীকে উন্নত করার দায়িত্ব বেড়ে গেল। ছোটবেলা থেকে বাবা আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে অনুপ্রেরণা জুগিয়েছে।” বর্তমানে সঙ্গীতা লোকসংগীতের পাশাপাশি শাস্ত্রীয় ও ধ্রুপদী সংগীতের চর্চায় রত।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2025 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hawrah News: শুধু গাওয়া নয়, গান লিখেছেন, সুরও দিয়েছেন....ঘরকন্না সামলেই সঙ্গীত চর্চায় তাক লাগালেন সংগীতা
