South 24 Parganas News : ম্যানগ্রোভ রক্ষায় কোমর বেঁধেছে সুন্দরবনের গৃহবধুরা

Last Updated:

সুন্দরবনের ম্যানগ্রোভ প্রায় ধ্বংসের মুখে। আগামী দিনের কথা ভেবে ম্যানগ্রোভ ও সুন্দরবন বাঁচাতে এবার উদ্যোগী হল সুন্দরবনের মহিলারা।

+
বসানো

বসানো হচ্ছে ম্যানগ্রোভ গাছ

দক্ষিণ ২৪ পরগনা : কথায় আছে নদীর ধারে বাস, তার চিন্তা বারো মাস। সুন্দরবন মানুষের জন্য এটাই যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আঘাত হেনেছে সুন্দরবনের উপর। তছনছ করে দিয়ে গেছে সুন্দরবনবাসীর জীবন। সুন্দরবনের মানুষ উপলব্ধি করেছে যে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের মানুষের ঢাল হয়ে দাঁড়িয়েছে ম্যানগ্রোভ। সুন্দরবনের মানুষকে জীবন-জীবিকা ধারণের জন্য অপরিসীম ভূমিকা রয়েছে এই ম্যানগ্রোভের। দিনের-পর-দিন প্রাকৃতিক বিপর্যয়ের তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বাদাবনে। সুন্দরবনের মানুষ দেখেছে আম্ফান থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াশ।
সুন্দরবনের ম্যানগ্রোভ প্রায় ধ্বংসের মুখে। আগামী দিনের কথা ভেবে ম্যানগ্রোভ ও সুন্দরবন বাঁচাতে এবার উদ্যোগী হল সুন্দরবনের মহিলারা। সারাদিন সংসারের হেঁসেল ঠেলে এক ঘন্টা করে নিজের শিশুর মতন লালন-পালন করে বড় করে তুলেছে সুন্দরী, গরান, গেঁওয়া, নারকেল, সুপারি মতন একাধিক চারাগাছ। আর এই চারা গাছ বড় হলে নিজেরাই সপ্তাহে একটি দিন ঠিক করে নদীর চড়ে গিয়ে রোপন করে দিচ্ছে গ্রামের মহিলারা। গ্রামের মহিলারা জানে সুন্দরবনের একাধিক অঞ্চলের নদী বাঁধের অবস্থা বেহাল।
advertisement
advertisement
সুন্দরবনের একাধিক জায়গায় রয়েছে মাটির নদী বাঁধ। একটু ঝড়ো হাওয়াতে নদী বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়ে যায় ফসল জমি। জমিতে নোনা জল ঢুকে যাওয়ায় আর হয়না চাষবাস। চাষবাস না হয় চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় সুন্দরবন বাসীর। সুন্দরবনের মহিলারা জানে এই মাটির নদী বাঁধ কিভাবে ভূমিক্ষয় হাত থেকে রক্ষা করতে হয়। সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধ থেকে এলাকায় বনসৃজনের মাধ্যমে নদী বাঁধের ভূমিক্ষয় রক্ষায় এবার উদ্যোগী হয়েছে গ্রামের বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন, রাজ্য সরকার ও বনদফতর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মহিলাদের নিপুণ হাতে তৈরি করা হচ্ছে ম্যানগ্রোভ চারা।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : ম্যানগ্রোভ রক্ষায় কোমর বেঁধেছে সুন্দরবনের গৃহবধুরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement